সাতকাহন২৪.কম ডেস্ক
পানি দেহের জন্য জরুরি- এ তো সবারই জানা। তবে যেই পাত্রে পানি পান করছেন সেটি স্বাস্থ্যকর কি না, তা-ও দেখা চাই। অনেকেই কাচের, স্টিলের বা প্লাস্টিকের বোতল ব্যবহার করেন। তবে জানেন কি কোন বোতলে পানি পান দেহের জন্য ভালো? এ বিষয়ে জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি হিউম্যান ডটকম।
স্টিল বা প্লাস্টিকের বোতলের চেয়ে পানি পানের জন্য কাচের বোতল উপকারী- এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এর কারণ হিসেবে বলা হয়েছে, কাচ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করা হয়। এ ধরনের বোতলে পানি পান করলে দেহের তেমন ক্ষতি হয় না।
অপরদিকে স্টিল, প্লাস্টিকের বোতল পানি পানের জন্য তেমন উপযোগী নয়। স্টিল বিভিন্ন ধাতুর মিশ্রণে তৈরি। এসব ধাতু দেহের জন্য ক্ষতিকর। আবার প্লাস্টিকের বোতলগুলোও এমন পদার্থ দিতে তৈরি যা দেহের জন্য অত্যন্ত হানিকর। তাই এ ধরনের বোতল এড়িয়ে কাচের বোতলেই পানি পানের পরামর্শ বিশেষজ্ঞদের।