সাতকাহন২৪.কম ডেস্ক
আপনি কি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন? গত দুই বছর ধরে বিশ্বজুড়ে কোভিড-১৯ তার জাল বিছিয়েছে বেশ পাকাপোক্তভাবে। কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছে শত- সহস্র মানুষ। যারা রোগটির সঙ্গে লড়াই করে টিকে গেছে তারাও ভুগছে কিছু জটিলতায়।
রোগটি কেবল শ্বাসকষ্ট, গলাব্যথা বা জ্বর বাঁধিয়েই ক্ষান্ত হয়নি, ক্ষতিগ্রস্ত করছে দেহের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গকেও। কোভিড থেকে দেহের কোন অঙ্গের ক্ষতি হয় এবং কীভাবে, তার একটি তালিকা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১. ফুসফুসে সমস্যা
ফুসফুসে রক্ত জমাট বাঁধার এক ধরনের রোগ রয়েছে। একে পালমোনারি এমবোলাই বলে। কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠা রোগীদের ১৯ শতাংশের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। ২০২০ সালে করা একটি গবেষণা থেকে এই তথ্য উঠে আসে।
২. হার্টের জটিলতা
এক লাখ ৫৩ হাজার ৭৬০ জনের উপর করা একটি গবেষণার ফলাফলে দেখা যায়, কোভিডে আক্রান্ত হওয়ার ৩০ দিনের মাথায় রোগীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এসবের মধ্যে রয়েছে সেরিবোভাসকুলার ডিসঅর্ডার, ডিসরিদমিয়া, ইসকেমিক ও নন ইসকেমিক হৃদরোগ।
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে গবেষণাটি প্রকাশিত হয়।
৩. চোখের সমস্যা
কেবল হার্ট বা ফুসফুস নয়, কোভিড আক্রান্ত করে চোখকেও। কোভিডে আক্রান্ত হওয়ার পর রোগী চোখে ঘোলা দেখে বা মাঝে মাঝে চোখে অন্ধকার দেখে। দেখুন তো কোভিডের পর আপনারও এই সমস্যা হচ্ছে কি না?
৪. বিষণ্ণতা ও উদ্বেগ
এই ভাইরাসের সংক্রমণ থেকে মানসিক স্বাস্থ্যেরও অবনতি হয়। ২০২২ সালে লেনসেট জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হচ্ছে, সারা বিশ্বে কোভিড থেকে সুস্থ হয়ে উঠা ব্যক্তিদের মধ্যে ২৭ দশমিক ছয় ভাগ গুরুতর বিষণ্ণতায় আক্রান্ত এবং ২৫ দশমিক ছয় ভাগ উদ্বেগ জনিত সমস্যায় ভুগছে।
করণীয়
বিশেষজ্ঞদের মত অনুযায়ী, কোভিড পরবর্তী জটিলতাকে হালকা ভাবে নেবেন না। সুস্থ হয়ে উঠার পর খাদ্যাভ্যাস, ব্যায়াম, সঠিক জীবনযাপনের প্রতি নজর দিন। অবশ্যই ভ্যাকসিন নিয়ে নিতে হবে। যেকোনো জটিলতা গুরুতর মনে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।