Tuesday, June 6, 2023
Homeআপনার সন্তানকরোনা থেকে বাঁচতে শিশুকে শেখান ৫ অভ্যাস

করোনা থেকে বাঁচতে শিশুকে শেখান ৫ অভ্যাস

অনিক মজুমদার

অতিমারি কোভিডের তাণ্ডবে কাঁপছে গোটা বিশ্ব। টানা ঘরবন্দি থাকার পর জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হতে হয়েছে মানুষকে। প্রতিরোধক টিকা এসে গেলেও কোভিড কিন্তু শেষ হয়নি। নতুন নতুন ভ্যারিয়েন্ট নিয়ে হাজির হচ্ছে।

করোনাভাইরাসের এই তাণ্ডব শিশুর স্বাস্থ্যেও ব্যাপক প্রভাব ফেলেছে। এই অতিমারি থেকে রক্ষা পেতে বড়দের পাশাপাশি শিশুকেও শেখাতে হবে প্রতিরক্ষা ব্যবস্থা। করোনাভাইরাস প্রতিরোধে শিশুকে শেখানো জরুরি এমন কিছু প্রতিরোধ ব্যবস্থার কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

১. শিশুকে শেখান এই ভাইরাস একজনের থেকে আরেকজনের দেহে ছড়ায়।
২. শিশুকে মাস্ক ব্যবহার করতে বলুন এবং স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া শেখান।
৩. মাস্ক পরা কেন জরুরি, এ সম্পর্কে তাকে সচেতন করুন।
৪. কতক্ষণ পরপর হাত ধুতে হবে, শিশুকে জানান।
৫. কোভিড নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। যদিও শিশুর জন্য বিষয়টি কঠিন। তবুও বিষয়টিতে সতর্ক করুন।

করোনা থেকে রক্ষা পেতে সতর্কতার বিকল্প নেই। আর বাড়ির খুদে সোনামণিটির সুস্বাস্থ্যর দায়িত্ব আমাদেরই। তাই ভাইরাস থেকে মুক্ত থাকতে শিশুর সঙ্গে কথা বলুন। বর্তমান অবস্থার গুরুত্ব বুঝিয়ে তাকে সচেতন করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments