সাতকাহন২৪.কম ডেস্ক
কোভিডের লক্ষণ এক এক জনের ক্ষেত্রে এক এক রকমভাবে প্রকাশিত হয়। বেশিরভাগের ক্ষেত্রেই হালকা থেকে মধ্যম ধরনের লক্ষণ প্রকাশ পায়। আবার অনেক সময় লক্ষণ এতটাই গুরুতর হয়ে পড়ে যে ব্যক্তিকে হাসপাতালে নেওয়া ছাড়া উপায় থাকে না।
কোভিড-১৯ এর লক্ষণ
বেশি প্রচলিত
# জ্বর
# শুকনো কাশি
# ক্লান্তিভাব
হালকা লক্ষণ
# শরীরব্যথা
# গলাব্যথা
# ডায়রিয়া
# চোখে সংক্রমণ (কনজাংটিভাইটিস)
# মাথাব্যথা
# খাবারে রুচি না পাওয়া এবং গন্ধ না পাওয়া
# ত্বকে র্যাশ, পায়ের আঙুলের রঙের পরিবর্তন
জটিল লক্ষণ
# শ্বাস নিতে ভীষণ অসুবিধা; ছোট শ্বাস-প্রশ্বাস
# বুকব্যথা
# কথা বলা ও নড়াচড়া করার ক্ষমতা হারানো
উপসর্গ প্রকাশ পেতে সাধারণ পাঁচ থেকে ছয়দিন সময় লাগে। জটিল লক্ষণ দেখা দিলে দেরি না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। যাদের হালকা লক্ষণ এবং যারা মোটামুটি সবল তাদের চিকিৎসা বাড়িতে থেকেই করা সম্ভব।
সূত্র : হু ডট ইন