সাতকাহন২৪.কম ডেস্ক
এখন পর্যন্ত করোনার যেসব প্রজাতি পাওয়া গেছে তার মধ্যে ডেল্টা প্লাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট বা বি.১.৬১৭.২, প্রথমে ভারতে পাওয়া গিয়েছিলো। পরে আস্তে আস্তে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
ডেল্টা প্লাস মানুষের শরীরে প্রবেশ করে ফুসফুসের ভেতর দ্রুত সংক্রমণ ঘটায়। এটি অত্যন্ত সংক্রামক বলে মতামত বিশষেজ্ঞদের। করোনা ভাইরাস রূপ পরিবর্তন করে যেমন শক্তিশালী হয়েছে তেমনি এর লক্ষণেও এসেছে কিছু পরিবর্তন। কোভিড-১৯ ও ডেল্টা প্লাসের ভেতরের মূল পার্থক্য বের করার জন্য গবেষণা চলছে।
ডেল্টা প্লাসের লক্ষণ :
# শুকনো কাশি
# জ্বর
# ক্লান্তি
# গলাব্যথা
# শ্বাসকষ্ট
# স্বাদ ও গন্ধ না পাওয়া
# বমি ভাব
# পেটব্যথা
# ত্বকে ব়্যাশ
# ডায়রিয়া
# বুকব্যথা
# মাথাব্যথা
# জয়েন্ট পেইন
# পায়ের আঙুলের রঙ পরিবর্তন ইত্যাদি।
সূত্র : দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস, বোল্ডস্কাই