ফিচার ডেস্ক
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ লায়ন ডিসট্রিক্ট ৩১৫ বি২ -এর অন্তর্গত লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রীন আর্থ এবং ঢাকা গ্রীন।
গতকাল ৭ মে, টঙ্গী বাড়ি, মুন্সিগঞ্জ ও নিমতলা, সিরাজদিখান, মুন্সিগঞ্জে অসহায় ৫০০ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সম্মানিত গভর্নর লায়ন হাফিজ আল আসাদ, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন মো. মোবারক হোসেন, জেলা গভর্নর ইলেক্ট এ টি এম নজরুল ইসলাম, প্রথম জেলা গভর্নর (ইলেক্ট) এ বি এম আনোয়ারুল বাসেত, দ্বিতীয় জেলা গভর্নর (ইলেক্ট) আহাম্মেদ উজ্জামান, ক্যাবিনেট ট্রেজারার আশরাফ হোসেন খান, ক্যাবিনেট সেক্রেটারি ২০২১ -২০২২ বোরহানউদ্দিন , ক্যাবিনেট ট্রেজারার ২০২১-২০২২ শাহেদ আহমেদ, জেলার সিনিয়র রিজিয়ন চেয়ারপারসন শাহাদাত হোসেন, জাফর ইকবাল, এ কে এম নেয়ামতুল্লাহ বাবু, শেফালী আকন্দ, রমজান সার্ভিস কমিটির চেয়ারম্যান নুরুন্নবী কামাল। লায়ন্স ক্লাব অব ঢাকা গ্রীনের প্রেসিডেন্ট সেলিম উল্লাহ মিয়া।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংগঠন। বিশ্বব্যাপী ২১০ টি দেশে মানবতার সেবা করে যাচ্ছে।