Monday, January 20, 2025
spot_img
Homeঅন্যান্যকবিতা : শেষ কবিতা

কবিতা : শেষ কবিতা

আকাশ আহমেদ
আমি চলে যাবো কোনো এক বিষণ্ণ সন্ধ্যায়,
রেখে যাবো আমার কিছু টুকরো।
আমি কোনো এক পূর্ণিমা তিথিতে চলে যাবো,
নিয়ে যাবো তোমার দেয়া অব্যক্ত ভালোবাসা।
আমি কাউকে না জানিয়েই চলে যাবো,
যখন একটু লক্ষ করলেই দেখবে শহুরে গাছগুলো ঘিরে
হাজার পাখি উড়ছে রাতের আশ্রয়ের জন্য,
স্ত্রী অপেক্ষা করছে স্বামী ফিরল বলে,
প্রেমিকাকে নিরাপদে ঘরে পৌঁছে দিয়ে
নিজের ঘরে ফিরতে উদ্ধত প্রেমিক,
মা তার সন্তানকে রাতের খাবার কী দেবেন চিন্তায় অস্থির,
অফিস থেকে বেরোনো ক্লান্ত শরীরদের ঘরে ফেরার তাড়া,
আমি ঠিক এমনি একটা ব্যস্ত, কিন্তু বিষণ্ণ বিকেলেই চলে যাবো।
আর তোমায় দেয়া কবিতার ডায়েরিতে যোগ হবে
শেষ কবিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments