ফাগুন
মোশাররফ হোসেন রিপন
দখিনা হাওয়া
পাগলপারা মাদকতা
জেগেছে প্রাণ
উচ্ছল মন
প্রকৃতি মেখেছে রং
কাঁচা সোনার আম্র মুকুল;
আমি খুঁজি
আমি কী যেন খুঁজি
বসন্ত এলো বুঝি!
তুমিও কি পাও
বসন্ত ঘ্রাণ?
বাতাসে ঘুরছে ধূলি
উড়ছে আঁচল
দুলছে মন
পাবার আকুলতা নিদারুণ
দু’চোখে স্বপন
এ কী শুনি!
নূপুর নাকি ঝরা পাতার নিক্বণ;
আমি খুঁজি
আমি কী যেন খুঁজি?
প্রণয় ডালা হাতে
তুমি এলে বুঝি!