– কুশল ভৌমিক
এইসব শোকবার্তায় তোমাকে খুঁজি না
এইসব শোকসভা, সেমিনার, উচ্চ স্বরে বাজানো
সংগীতমুখর গণভোজের উৎসবেও না।
পত্রিকার ক্রোড়পত্র, নান্দনিক এলিজি, গাম্ভীর্যময় সম্পাদকীয়, দলিলনির্ভর কলাম কিংবা
হৃদয় তোলপাড় করা করুণ সুরের গানেও না।
চৌকস নেতার বাগাড়ম্বর ভাষণে
লিটল ম্যাগ, পোস্টার ব্যানারে
এইসব পুষ্পার্ঘ্য, অর্ধনমিত পতাকা
মধ্যরাতের টক শো, কোথাও না।
তোমাকে খুঁজি ভিড়ে; অজস্র মানুষের ভিড়ে
মনে হয়, এই তো সামনে এসে দাঁড়াবেন
সফেদ পাঞ্জাবি পরা সৌম্যকান্তি এক দেবদূত
পরম মমতায় কাঁধে রাখবেন হাত
বলবেন-
ভয় নেই,অন্ধকারেই ঘটে স্বপ্নের অঙ্কুরোদ্গম।
মনে হয়, এই তো সাধারণ কোনো জমায়েত থেকে
উঠে আসবে অসাধারণ এক তর্জনী
বলবে-
কীসের এত দ্বিধা?
মনে নেই এক তর্জনীতেই এসেছিল স্বাধীনতা।
প্রিয়তম পিতা,
উৎসবে নয়, তোমাকে খুঁজি আকাঙ্ক্ষায়
আত্মসমর্পণের নতজানু রাষ্ট্রনীতিতে নয়
৭ মার্চের মহাকাব্যিক উচ্চারণে
মুষ্টিবদ্ধ হাতে, প্রদীপ্ত স্লোগানে।
মনে হয়, এই তো বন্ধ জানালা খুলে
কেউ একজন বাড়িয়ে দিচ্ছে হাত
মুখে তার খেটে খাওয়া মানুষের নির্ভেজাল হাসি
গায়ে সোঁদামাটির গন্ধ, চোখে অবাক সূর্যোদয়।
এইসব শোক উৎসবে তোমাকে দেখি না পিতা
বরং পলেস্তরা খসে গেলে প্রেতাত্মা দর্শনে চমকে উঠি
ফুলের বাগানে কী যত্নে বাড়ছে কালসাপ
ফুলের বাগানে কী যত্নে বাড়ছে কালসাপ!