সাতকাহন২৪.কম ডেস্ক
গরমে অতিষ্ট জনজীবন। তাপমাত্রার পারদ যেন আকাশ ছুঁই ছুঁই। এই সময় একটু স্বস্তি চায় সবাই। আর সারাদিন কর্মব্যস্ত দিন শেষে যেহেতু ঘরটাই হয় শেষ আশ্রয়, তাই এই জায়গাটির পরিবেশ হওয়া চাই আরামদায়ক। গরমে ঘরকে আরামদায়ক ও ঠান্ডা রাখার কিছু কৌশল বাতলেছে সুইটহোম ডট কম।
১. গরমে ঘরকে শিতল রাখতে ইন্টরিয়র প্ল্যান্ট ব্যবহার করা যেতে পারে। বারান্দা, টয়লেট, শোবার ঘর, বসার জায়গা, খাবার টেবিলের কোণায় ছোট ছোট টবে করতে রাখতে পারেন এসব গাছ।
২. এই সময় ঘরে ছোট ছোট পাত্রে পানি রাখুন। এতে তাপমাত্রা কমে ঘর থাকবে শিতল।
৩. প্রয়োজনে ওয়াটার প্ল্যান্ট, ফিস অ্যাকুরিয়াম বা বারান্দার দিকে কৃত্রিম ঝর্ণা রাখতে পারেন। এতে যেমন সৌন্দর্য বাড়বে, তেমনি ঘরও থাকবে ঠান্ডা।
৪. ঘর আরামদায়ক স্নিগ্ধ রাখতে দেয়ালে হালকা রং ব্যবহার করুন। পাশাপাশি টেবিল, কুশন ও সোফার কভারে হালকা রঙের ব্যবহারই ভালো। যেমন : সাদা, পার্পেল, হালকা নীল, হলুদ, পেস্ট, বেবি পিংক ও ধূসর ইত্যাদি।
৫. চলাচলের পথে ও প্রবেশদ্বারে আসবাব রাখবেন না। এতে বাতাস চলাচলে অসুবিধা হয়। ছোট ঘরে সম্ভব হলে ছোট ছোট হালকা আসবার রাখুন। এতেও চোখ স্বস্তি পাবে। পাশাপাশি ভারি পর্দা ও ভারি বিছানার চাদর ব্যবহার করা থেকে বিরত থাকুন।