সাতকাহন২৪.কম ডেস্ক
এবিসি আর্লি লার্নিং ডে-কেয়ার সেন্টার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষ্যে ১০ সেপ্টেম্বর, রাজধানীর গুলশান ২- এর দি রয়্যাল প্যারাডাইস হোটেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো গ্র্যান্ড-প্যারেন্টস ডে উদযাপন এবং প্রি-স্কুল গ্র্যাজুয়েটদের সনদ প্রদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাহিদ পারভিন (সিনিয়র ম্যানেজার, ব্র্যাক ইনস্টিটিউট অব অ্যাডুকেশনাল ডেভেলপমেন্ট, ব্র্যাক ইউনিভার্সিটি)। এ ছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত সেবা গ্রহীতা, তাদের সন্তান ও গ্র্যান্ড প্যারেন্টস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমেরিকান স্ট্যানডার্ড ইন্টারন্যাশনাল স্কুল (এসইস)- এর এমডি জিয়া উদ্দিন ইমরান ও প্রিন্সিপাল লরি এ. ওয়ালস সহ বিশিষ্ট্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এবিসি আর্লি লার্নিং ডে-কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সোনিয়া আকরাম তার পাঁচ বছরের পদার্পণের এই যাত্রার অভিজ্ঞতার সাথে বিভিন্ন রকম চ্যালেঞ্জ এবং কিছু ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। এক পর্যায়ে প্রতিষ্ঠানের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এই ওয়েবসাইটের প্যারেন্টস পোর্টাল থেকে ভবিষ্যতে বাবা-মা কীভাবে তাদের সন্তানের দৈনন্দিন কার্যক্রম এবং তাদের বয়স ভিত্তিক দক্ষতা ও বিকাশের উন্নয়ন সম্পর্কে অবহিত হতে পারবেন সেই বিষয় তুলে ধরা হয়।
এই ডে-কেয়ার সেন্টারে শিশুদের সার্বিক বিকাশ নিশ্চিত করণে চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিশেষজ্ঞ হিসেবে কাজ করে যাচ্ছেন, মনোবিজ্ঞানী ফারজানা ফাতেমা (রুমী), ড. আইরিন বিনতে আজাদ এবং সিনিয়র স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট খুশবু আলম ক্যানি। অনুষ্ঠানে তারা মত বিনিময় সভায় সংক্ষিপ্ত আকারে সমাজে ডে-কেয়ার সেন্টারের বিশেষ প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এবিসি আর্লি লার্নিং ডে-কেয়ার সেন্টার ৫ সেপ্টেম্বর, ২০১৭ সালে তার যাত্রা শুরু করে এবং বাংলাদেশে প্রথমবারের মত অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ড পাঠ্যক্রম (কারিকুলাম) অনুসরণ করে আর্লি চাইল্ডহুড ডেভলপমেন্ট (ই.সি.ডি) বিষয়ক পরিসেবা ডে-কেয়ার সেক্টরে নিয়ে আসে। ইসিডি কার্যক্রমে বিভিন্ন খেলার মাধ্যমে শিশুর বয়স অনুযায়ী বিকাশ নিশ্চিত ও বাস্তবায়ন করা হয় এখানে।