সাতকাহন২৪.কম ডেস্ক
বিউটি সেক্টরে উদ্যোক্তা তৈরি করে নারীকে স্বাবলম্বী ও আত্মনির্ভশীল করতে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান ‘জয়িতা ফাউন্ডেশন’ ও বিউটি অ্যান্ড গ্রুমিং সেক্টরের পথ প্রদর্শক উজ্জ্বলার যৌথ উদ্যোগে চুয়াডাঙ্গায় প্রথমবারের মতাে শুরু হয়েছে ১০ দিনব্যাপি ‘বিউটিফিকেশন ও বিউটি পার্লার পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ’।
গত ২৭ মে, শনিবার, চুয়াডাঙার শাহিদ প্যালেস হোটেলে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ২০ জন নারী অংশ গ্রহণ করেন। প্রথম দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন সেলিব্রেটি বিউটি আর্টিস্ট ও উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন।
প্রশিক্ষণ প্রকল্পের বিষয়ে আফরোজা পারভীন বলেন, ‘২০১৩ সাল থেকে নিজের উদ্যোগে বিউটি অ্যান্ড গ্রুমিং সেক্টরে নারী উন্নয়ন এবং নারীকে স্বাবলম্বী করার কাজটি আমি শুরু করি। সম্পূর্ণ বাংলাদেশের সমস্ত জেলা শহর, ইউনিয়ন ঘুরে ঘুরে স্কিল ডেভেলপমেন্টের কাজটি করছি। তবে কোনো সময়ই আমার নিজের শহর চুয়াডাঙায় এই উন্নয়নের কাজটি করতে পারিনি বা সুযোগ হয়নি। অবশেষে আমার স্বপ্নের কাজটি পূরণ করতে পেরেছি। এমন একটি কাজে সহযোগিতার জন্য জয়িতা ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই।’
মূলত, নারী ও তরুণ সমাজকে বিউটি ও গ্রুমিং সেক্টরে স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই উজ্জ্বলার লক্ষ্য জানিয়ে আফরোজা পারভীন বলেন, ‘তরুণ সমাজকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে বেগবান করতে উজ্জ্বলা বদ্ধ পরিকর।’
প্রশিক্ষণটি শেষ হবে আগামী ৬ জুন। প্রতিদিন সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে।
কোর্স সংক্রান্ত যেকোনো বিষয় বিস্তারিত জানতে মেসেজ করুন উজ্জ্বলার ফেইসবুক পেইজে অথবা কল করুন ০১৩২৪৭৩৪১৫৭ নম্বরে।
https://www.facebook.com/Ujjwala
BDhttps://www.instagram.com/UjjwalaBD/