Tuesday, October 3, 2023
spot_img
Homeঅন্যান্যএনএইচআরডিএফ- এর সঙ্গে উজ্জ্বলার চুক্তি স্বাক্ষর

এনএইচআরডিএফ- এর সঙ্গে উজ্জ্বলার চুক্তি স্বাক্ষর

সাতকাহন২৪.কম ডেস্ক
বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট ফান্ড (এনএইচআরডিএফ)- এর অর্থায়নে ও ন্যাশনাল স্কিল ডেভলপমেন্ট অথোরিটি (এনএসডিএ)- এর তত্ত্বাবধানে একটি চুক্তি স্বাক্ষর করেছে বিউটি অ্যান্ড গ্রুমিং সেক্টরের পথ প্রদর্শক উজ্জ্বলা।

বিউটি ও গ্রুমিং সেক্টরে উদ্যোক্তা তৈরি করে নারীকে স্বাবলম্বী ও আত্মনির্ভশীল করতে আজ ২৫ জুন, রবিবার ঢাকার এনএইচআরডিএফ- এর কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির মাধ্যমে বিউটি প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থাও করবে উজ্জ্বলা।

উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের স্বনামধন্য মেকআপ আর্টিস্ট আফরোজা পারভীন বলেন, ‘এই উদ্যোগে অংশ নিতে ২৫৩টি প্রতিষ্ঠান আবেদন করে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ‘উজ্জ্বলা’ একটি। নারী ক্ষমতায়নে এতো চমৎকার একটি প্রকল্পে, উজ্জ্বলার ওপর আস্থা রেখে, পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য এনএইচআরডিএফ-কে অসংখ্য ধন্যবাদ।’

এর আগে বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান ‘জয়িতা ফাউন্ডেশন’- এর সঙ্গে যৌথ উদ্যোগে বিউটি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সারা বাংলাদেশে কাজ করেছে উজ্জ্বলা, জানিয়ে আফরোজা পারভীন বলেন, ‘নারীকে স্বাবলম্বী করে, তাঁর স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিতে আমরা বদ্ধপরিকর। নারীর ক্ষমতায়ন আমাদের অন্যতম লক্ষ্য।’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সিনিয়র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পরিচালক, জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল ; জনাব আরদাশির কবির, প্রেসিডেন্ট, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন এবং পরিচালক, জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল ; জনাব তাহসিনাহ আহমেদ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার এবং পরিচালক, জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল ; জনাব মেসবাহউদ্দিন আহমেদ, প্রতিনিধি, ন্যাশনাল কো-অরডিনেশন কমিনিটি ওয়ার্কার্স এডুকেশন (এনসিসিডাব্লিউই) এবং পরিচালক, জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল।

উপস্থিত ছিলেন, জনাব কবিরুল ইজদানী খান, অতিরিক্ত সচিব, বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ; জনাব মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত সচিব, প্রবিধি, বাস্তবায়ন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ; জনাব রেহেনা পারভিন, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ; জনাব সিরাজুন নূর চৌধুরী, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ; জনাব সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ; জনাব ফাতেমা রহিম ভীনা, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং এক্সিকিউটিভ প্রজেক্ট ডিরেক্টর (ইপিডি), এসআইপি ; জনাব আবু দাইয়ান মুহাম্মদ আমান উল্লাহ, যুগ্ম সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ; উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন। আরো ছিলেন, এসআইপি প্রকল্পের ডিইপিডি গণ এবং এসআইপি প্রকল্পের পরামর্শক গণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments