সাতকাহন২৪.কম ডেস্ক
জীবনে কিছু ব্যক্তিগত দুর্ঘটনা ছিলো মেয়েটির। ছিলো শারীরিক অসুস্থতা। একটা সময় ভেবেছিলো তাকে দিয়ে আর কিছুই হবে না। ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার। আশেপাশের সবাইও তাই বলতো। কিন্তু শক্ত হয়ে পাশে ছিলো মা। তার অনুপ্রেরণাতেই বিউটিফিকেশনের ওপর কোর্স করা। বর্তমানে বেশ সফলভাবে বিউটিফিকেশনের ওপর ফ্রি ল্যান্সিং কাজ করে যাচ্ছে চট্টগ্রামের মেয়ে নাদিয়া ফারহানা চারু।
২০১৮ তে উজ্জ্বলায় আসি জানিয়ে চারু বলেন, ‘ছোটবেলা থেকে সাজগোজ পছন্দ করতাম। যখন ভীষণ বিষাদে জীবন পার করছি, তখন কিছু কাছের শুভাকাঙ্ক্ষি পরামর্শ দেন, তোমার যেটা ভালো লাগে সেটা করো। তখন আমি বুঝতে পারি মেকআপ করতে আমি পছন্দ করি। মানুষকে সাজাতে আমার ভালো লাগে। এই কাজটি আমি ভালো পারি। সেই থেকেই কাজটি শেখা। সেখান থেকেই মেকআপ আর্টিস্ট হওয়ার চিন্তা।’
আমার কিছু মানসিক কষ্ট ছিলো। চাকরি করা আমার জন্য একটু কষ্টসাধ্য বিষয়। মেকআপ নিয়ে কাজ করলে আমাকে কারো আওতায় যেতে হচ্ছে না। এই বিষয়টিও আমাকে স্বস্তি দেয়। এখন সবাই আমার কাজ পছন্দ করে। মোটামুটি ভালো আয় হয় কাজ থেকে – জানান নাদিয়া ফারহানা।
ফ্রি ল্যান্সার এই বিউটি আর্টিস্ট বলেন, ‘উজ্জ্বলা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। শিখিয়েছে কীভাবে প্রতিকূল পরিস্থিতিতে মনোবল ধরে রাখতে হয়। আমি কাজ করে আরো এগিয়ে যেতে চাই। এমন একটি জায়গায় যেতে চাই যেন সবাই আমাকে নিয়ে গর্ব করে।’
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ১৫তম।