Thursday, December 12, 2024
spot_img
Homeজীবনের খুঁটিনাটিউজ্জ্বলা সেরা

উজ্জ্বলা সেরা

সাতকাহন২৪.কম ডেস্ক

সাজগোজের প্রতি একটি ভালো লাগা ছিলো শুরু থেকেই। তবে কখনো সেরকমভাবে মনোযোগ দেওয়া হয়নি বিষয়টিতে। বিয়ের পর স্বামী বিদেশে চলে গেলে খুব একা হয়ে পড়েন সে। এ সময়ই মাথায় চিন্তা আসে সাজগোজ নিয়ে কাজ করার। এরপর এই বিষয়ে পড়াশোনা শুরু করেন। একটি জায়গায় বিউটি প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণও দিয়েছেন। তবে মনে হচ্ছিলো কোথায় যেন একটা গলদ রয়ে যাচ্ছে। আরো সূক্ষ্মভাবে শেখা প্রয়োজন। এ সময় উজ্জ্বলার খোঁজ পান। এরপর উজ্জ্বলা থেকে কোর্স করে এখন নিজেই একটি বিউটি স্যালন দিয়েছেন দিনাজপুরের মেয়ে মাস্তেআরা মমি। তাঁর জীবনকে বদলে দিতে উজ্জ্বলার ভূমিকা কেমন ছিলো- সে গল্পই শুনবো।

উজ্জ্বলা সেরা

একবার দিনাজপুরে একটি বিউটি কোর্স নিতে আসেন উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা এবং রেড বিউটি স্যালনের কর্ণধার আফরোজা পারভীন। তাঁর কাছ থেকে উজ্জ্বলা সম্পর্কে জানতে পারি। এরপর উজ্জ্বলায় আসি কোর্স করতে। বিউটি কোর্স করার জন্য এই প্রতিষ্ঠানটিকে আমার সেরা মনে হয়েছে। এখানে ব্রাইডাল মেকআপ, হেয়ার রিবন্ডিং থেকে শুরু করে মানসিক স্বাস্থ্যের যত্ন ও বিজনেস ম্যানেজমেন্টের ওপর কোর্স রয়েছে। একজন মানুষের বিউটি আর্টিস্ট হতে হলে যে সার্বিক জ্ঞানের প্রয়োজন, তার সবটাই উজ্জ্বলা দেয়।

উজ্জ্বলা মানসিক শক্তিও জোগায়

বিয়ের পর কোনো চাকরি করতে পারিনি। সংসার সামলাতে হতো। এ নিয়ে অনেক কথা শুনতে হয়েছে মানুষের কাছ থেকে। নিজেরও খারাপ লাগতো এই ভেবে যে অন্যের ওপর নির্ভরশীল আমি। কিন্তু কী করবো ভেবে পাচ্ছিলাম না। এই পেশাটি এখন আমাকে স্বাবলম্বী করেছে, করেছে উদ্যোক্তা। সন্তান সামলে, সংসার সামলে নিজের কাজ করতে পারছি। এই সেকটরে কাজ করার ক্ষেত্রে স্বামীর সহযোগিতা পেয়েছি। আর সব প্রতিবন্ধকতার ভেতর কীভাবে কাজ করতে হয় সেটি শিখিয়েছে উজ্জ্বলা। আমার মনে হয়, একজন অবহেলিত নারী যদি বাঁচার চেষ্টা করেন সে উজ্জ্বলা থেকে প্রশিক্ষণ নিতে পারেন।

জীবনকে সামনে এগিয়ে দেওয়ার পেছনে উজ্জ্বলার ভূমিকা অনেক

আমার জীবনকে পরিবর্তনের জন্য উজ্জ্বলা শতভাগ ভূমিকা রেখেছে। আমি উজ্জ্বলা ছাড়া অন্য কোথাও ট্রেনিং করিনি। আমরা আগে যেটা করতাম সেটা ভুল। উজ্জ্বলার শেখানোর ধরন খুব আধুনিক। সেটা নিয়ে এখন পর্যন্ত কাজ করছি। আফরোজা ম্যামের মেকআপ ক্লাস খুব ভালো লেগেছে। উজ্জ্বলা থেকে সম্মাননা ও সার্টিফিকেট পেয়েছিলাম। এটা সাহস জুগিয়েছে। ভবিষ্যতে উজ্জ্বলা থেকে আরো প্রশিক্ষণ করতে চাই। এই পেশায় আরো ভালো কিছু করবো এমনটাই চাওয়া।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৪৪তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

ফোন : ০১৩২৪৭৩৪১৫৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments