সাতকাহন২৪.কম
এস কে লাকী বা সাজেদা লাকী নামে তাঁর পরিচিতি। ছোটবেলা থেকেই নিজেকে সাজাতে পছন্দ করতেন, পরিপাটি থাকতে পছন্দ করতেন। অন্যকেও একইভাবে সাজিয়ে দিতে চাইতেন। তবে তাদের পরিবারের কেউই পার্লারে কাজ করা পছন্দ করতেন না। শিক্ষিত মেয়েদের জন্য পার্লারের কাজ নয়- এমনাই ধারণা ছিলো তাদের। তবে তাঁর মনের প্রবল ইচ্ছা উদ্যোক্তা হবেন।
লেখাপড়া শেষ করার পর চাকরিও হয়েছিলো। তবে স্বামী সেই চাকরিটা করতে দেয়নি। তখন ব্যবসা করার ইচ্ছাটা আরো দৃঢ় হলো তাঁর মনে। নিজের ব্যবসা থাকলেও টাকাও আয় করা যাবে, আবার সংসারেও সময় দেওয়া যাবে-এই ভাবনাগুলোই ঘুরপাক খেতো। এরপর উজ্জ্বলা থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন তিনি। বর্তমানে তাঁর নিজের দুটি স্যালন রয়েছে। স্বাবলম্বী তো হয়েছেনই, হয়েছেন উদ্যোক্তা। তাঁর পথ চলাতে উজ্জ্বলার সহযোগিতার গল্পই শুনবো-
না খেয়ে টাকা জমাতাম প্রশিক্ষণ নিতে
রিক্সার টাকা বাঁচিয়ে, না খেয়ে টাকা জমাতাম প্রশিক্ষণ নিতে। সাজানোর কাজটি আমাকে ভীষণভাবে আকর্ষণ করতো। অনেক প্রতিকূলতার মুখোমুখি হয়েছি। তবে লক্ষ্য অটুট ছিলো। আর লক্ষ্যে অটুট থাকার বিষয়টা উজ্জ্বলার কাছ থেকে পেয়েছি।
উজ্জ্বলার কারণেই উদ্যোক্তা হওয়ার পথ সফল হয়েছে
উজ্জ্বলা শুরু হওয়ার আগেই উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন আপার সঙ্গে আমার পরিচয় হয় এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে। তাঁকে দেখে ভীষণ উৎসাহিত হয়েছিলাম। এর পর উজ্জ্বলায় আসা। এখানে ক্লাস করে খুব উপকৃৃত হয়েছি। প্রশিক্ষকরা সবকিছু খুব নিঁখুতভাবে শেখায়। তাঁদের শেখানো পথ ধরেই আজ আমি এখানে এসেছি। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন সফল করতে পেরেছি। উজ্জ্বলাতে কোর্স করতে বার বার ভালো লাগে। কারণ, প্রশিক্ষকরা খুব সহানুভূতিশীল। তারা এতো ভালো করে শেখায় যে কখনো অন্য জায়গায় যাওয়ার প্রয়োজনই মনে করিনি।
উজ্জ্বলাতে খাবারের আলাদা জায়গা রয়েছে। রয়েছে রান্নাঘরও। এগুলো খুব পরিচ্ছন্ন। আমরা ক্লাস শেষে সেখানকার ডাইনিংয়েই খেতাম। উজ্জ্বলার পরিবেশ সত্যিই অসাধারণ।
আমি উজ্জ্বলাতে না গেলে এই পর্যায়ে দাঁড়াতে পারতাম না
আমার এখন দুটো পার্লার। তবে এটাকে আরো বড় পরিসরে করতে চাচ্ছি। আমি উজ্জ্বলাতে না গেলে এই পর্যায়ে দাঁড়াতে পারতাম না। আজ আমরা উজ্জ্বলা হয়েছি আফরোজা পারভীন আপার কারণে। উজ্জ্বলার পথ চলা সুদীর্ঘ ও সফল হবে এটা সবসময় কামনা করি এবং এখানকার শিক্ষার্থী হতে পেরেছি বলে গর্ববোধ করি।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৫২তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭