সাতকাহন২৪.কম ডেস্ক
সাজগোজের বিষয়টি ছোটবেলা থেকেই পছন্দ ছিলো বরিশালের মেয়ে পলি আক্তারের। বিভিন্ন জায়গা থেকে টুকটাক কাজ শিখে একটি স্যালনও খুলেন। তবে প্রতিনিয়তই মনে হচ্ছিলো নিজেকে আরো দক্ষ করা দরকার। না হলে ব্যবসাটা ঠিক ভালোমতো করতে পারছেন না। ভালো একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার কথা ভাবছিলেন। অনেক জায়গায় কথা বলার পর শেষ পর্যন্ত পছন্দ হয় উজ্জ্বলার পরিবেশ। বর্তমানে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ব্যবসাটিকে দাঁড় করিয়েছেন। নতুন করে স্যালন দিয়েছেন। ব্যবসা ভালোই চলছে। দক্ষ বিউটি আর্টিস্ট হিসেবে গড়তে এবং নতুন করে কাজ শুরু করতে উজ্জ্বলা কীভাবে তাকে সাহায্য করেছে, সেই গল্পই শুনবো তাঁর মুখে।
উজ্জ্বলাতে শিখবো বলেই ঢাকায় আসা
আমি ঢাকা শহর চিনতাম না। এখানকার রাস্তা, অলিগলি সবই ছিলো অপরিচিত। কেবল উজ্জ্বলায় শিখবো বলেই ঢাকায় আসা। উজ্জ্বলায় একটা/ দুটো কোর্স করার পর এতো ভালো লেগেছে যে মনস্থির করি এখান থেকেই সবটা শিখবো।
উজ্জ্বলার সবাই বেশ আন্তরিক
আমার দুই ছেলে। স্বামীর কাছ থেকে আলাদা থাকি। দুই ছেলের খরচ নিজেরই চালাতে হয়। এ রকম একটা অবস্থায় অনেক টাকা দিয়ে কোর্স করা আমার পক্ষে একদমই সম্ভব ছিলো না। কখনো গাছ বেচে, কখনো কানের দুল বেচে টাকা জমিয়ে ক্লাসের টাকা জোগাড় করতাম। এ সময় উজ্জ্বলা আমার পাশে দাঁড়ায়। আমাকে অর্থনৈতিক বিষয়টিতে খুব সাহায্য করে। তারা কোর্স ফি অনেক কমিয়ে রাখতো আমার কাছ থেকে। আর সেই টাকা ধীরে ধীরেও পরিশোধ করতে পারতাম। উজ্জ্বলার সবাই বেশ আন্তরিক। আমি চেনা নই, জানা নই, অপরিচিত একটা মানুষ হওয়ার পরও তারা অনেক ছাড় দিয়েছে টাকার বিষয়ে।
উজ্জ্বলা পাশে না থাকলে নতুনভাবে দাঁড়াতে সাহস পেতাম না
উজ্জ্বলা পাশে ছিলো বলেই নতুনভাবে নিজেকে দাঁড় করতে সাহস পেয়েছি। আমার সার্বিক শেখার জন্য উজ্জ্বলা খুবই সাহায্য করেছে। সব ম্যাডামরা হাতে কলমে ধরে ধরে শিখিয়েছে। ম্যাডামদের আন্তরিকতা দেখে মনে হয়েছে এখান থেকে সব কোর্স শিখতে পারলে নিজেকে নিয়ে নতুন করে ভাবতে পারবো। নতুন স্বপ্ন দেখতে পারবো।
আমি যে নতুন করে পার্লার দিয়েছে তার সবটার সাহস জুগিয়েছে উজ্জ্বলা। বর্তমানে আমার পার্লারে দুটো মেয়ে কাজ করে। এতটুকু পথও যে পারি দিতে পারবো ভাবিনি। উজ্জ্বলাই স্বপ্নটা দেখিয়েছে। ভবিষ্যতে আমি একজন সফল উদ্যোক্তা হতে চাই, উজ্জ্বলার নক্ষত্র হতে চাই। নিজের কাজ দিয়ে উজ্জ্বলার সম্মান যেন বাড়াতে পারি, এমনটাই আশা করি।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৩৪তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/