সাতকাহন২৪.কম
মাত্র সাত বছর বয়সে বাবা মারা যায় মেয়েটির। নানার বাড়িতে বড় হয় সে। মা আয় করতেন না। আত্মীয়রা তাদের পরিবারটির খরচ চালাতো। বিষয়টি ভালো লাগতো না কুমিল্লার মেয়ে রোকসানা তাসমিন ইফার। তখন থেকেই মনে হতো নিজের পায়ে দাঁড়াতে হবে। বিয়ের পর স্বামীকে জানায় বিউটি সেকটরে তার আগ্রহের কথা। স্বামীও বেশ সহযোগিতা করেন। এরপর উজ্জ্বলা থেকে বিউটি কোর্স করেন মেয়েটি। বর্তমানে উজ্জ্বলার অ্যাসিসটেন্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন। নিজে হয়েছেন স্বাবলম্বী। উজ্জ্বলা কীভাবে তাকে সহযোগিতা করেছে সে গল্পই রইলো-
উজ্জ্বলা আমার আত্মবিশ্বাস জুগিয়েছে
আমার জীবন পরিবর্তনের জন্য উজ্জ্বলার বিশাল ভূমিকা রয়েছে। কোর্স করার শুরুর দিকে পারবো কি না এই দ্বিধায় ছিলাম। কিন্তু এখানকার সবাই সাহস জুগিয়েছে। আর এখন আমি নিজেই কাজ করছি এখানে। উজ্জ্বলার আমার আত্মবিশ্বাস জুগিয়েছে।
উজ্জ্বলা বিশাল একটি প্রতিষ্ঠান
উজ্জ্বলাই আমাকে সব শিখিয়েছে। উজ্জ্বলা বিশাল একটি প্রতিষ্ঠান। যে শিক্ষাটা গ্রহণ করতে পারবে সে ভালো একজন বিউটি আর্টিস্ট হবে। উজ্জ্বলার শিক্ষকরা অত্যন্ত আন্তরিক। এখানকার ফ্যাকাল্টিদের কাজ দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে হবে এমনটাই স্বপ্ন দেখেছি। আমার স্বামীও চান আমি এখন বড় বিউটি আর্টিস্ট হই।
উজ্জ্বলা ছেড়ে অন্য কোথাও কাজ করার ইচ্ছা নেই
আগামী ফেব্রুয়ারি মাসে নিজের পার্লার শুরু করবো। আর উজ্জ্বলাতেই কাজ করে যেতে চাই। উজ্জ্বলা ছেড়ে অন্য কোথাও কাজ করার ইচ্ছা নেই আমার। সবসময় তাদের সঙ্গে থাকতে চাই। এটা একটা ভালোবাসার জায়গা। উজ্জ্বলার একজন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান অ্যাসিসটেন্ট ফ্যাকাল্টি হয়ে খুব গর্ববোধ করি।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৪৫তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭