সাতকাহন২৪.কম
বিউটি আর্টিস্ট প্রশিক্ষণ কেন্দ্র উজ্জ্বলা ও প্রাভা হেলথের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে। এটি অনুযায়ী উজ্জ্বলার শিক্ষার্থীরা প্রাভা হেলথ থেকে আকর্ষণীয় অফারে সেবা নেওয়ার সুযোগ পাবে। গত ১১ ডিসেম্বর উজ্জ্বলার ঢাকা শাখায় এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তি অনুসারে, উজ্জ্বলার শিক্ষার্থীদের অফার হিসেবে রয়েছে প্রাভা হেলথ থেকে যেকোনো টেস্টে ২০ শতাংশ ছাড় এবং অন্যান্য স্বাস্থ্যসেবায় ২০ শতাংশের উপরে ছাড়।
অনুষ্ঠানে উজ্জ্বলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আদিত্য সোম ও সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন। প্রাভা হেলথের পক্ষ থেকে ছিলেন আয়শা আক্তার আশা, অ্যাসিসটেন্ট ম্যানেজার, মার্কেটিং ও ফাতিন খন্দকার সিনিয়র, অ্যাকাউন্ট ম্যানেজার। পাশাপাশি উপস্থিত ছিলেন উজ্জ্বলার সহকর্মীরা।