সাতকাহন২৪.কম ডেস্ক
‘ আমরা ছিলাম চার বোন। চার মেয়ে হওয়াতে অনেকের কাছেই বেশ ছোট হতে হতো বাবাকে। সেগুলো ভালো লাগতো না। জেদ ছিল নিজে কিছু করার। সমাজকে দেখিয়ে দেবো মেয়েরাও মা-বাবার ভরসার জায়গা হতে পারে’, বলছিলেন চট্টগ্রামের মেয়ে শিউলি চৌধুরি।
শিউলি চৌধুরি ২০২২ সালে উজ্জ্বলায় বিউটিফিকেশনের ওপর কোর্স করে। তাঁর কাজ শেখার হাতেখড়ি শুরু হয় উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের মাধ্যমে। প্রতিষ্ঠানটি থেকে বিউটিফিকেশনের ওপর কোর্স করে বর্তমানে শিউলি নিজেই একটি পার্লার দিয়েছেন। মাসে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হচ্ছে সেখান থেকে। এখন শিউলি নিজের খরচ তো চালানই, মা-বাবার সংসারেও কিছু খরচ দেন।
শিউলি বলেন, “সারা জীবন শুধু শুনে এসেছি আমি একটা মেয়ে, আমি কোনোদিন ছেলের মতো করে পরিবারের পাশে থাকতে পারব না। আমার বাবাও মনে করেছে আমাকে দিয়ে কিছু হবে না। বিষয়গুলো আমাকে খুব আহত করতো। তবে আমার স্বামী আমাকে বিশ্বাস করেছিল। সে বলতো, ‘আমি পারব’। আমি কিন্তু এখন পারছি।”

শিউলি পরিবারের বড় মেয়ে ছিলেন। বাবাকে সাহায্য করবেন, এই চিন্তা থেকে তার বিউটিফিকেশন পেশায় আসা। শিউলি জানান, আসলে ছোটবেলা থেকেই আমি সাজতে ও সাজাতে পছন্দ করতাম। তাই যখন মনে হলো, পরিবারের জন্য আমার কিছু করতে হবে, বিউটিফিকেশনকেই পেশা হিসেবে বেছে নিই। এতে আমার পছন্দের কাজটিও করা হবে, আর টাকাও আয় হবে- এমনটাই ছিল ভাবনা।
‘উজ্জ্বলা আমার পথ চলাকে আরো মসৃণ করেছে। প্রতিষ্ঠানটি থেকে কেবল যে বিউটিফিকেশন শিখেছি, তা নয়। আফরোজা পারভীন ম্যামের কাছ থেকে শিখেছি, কীভাবে মানসিক শক্তি ধরে রাখতে হয়, বলছিলেন শিউলি।

নিজেকে যেমন স্বাবলম্বী করেছেন, ভবিষ্যতে নিজের কাজ ও প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আরো নারীকে স্বাবলম্বী করতে চান শিউলি। বলেন, ‘মেয়েরা এগিয়ে যাক; স্বাবলম্বী হওয়ার পথে মেয়েদের যে স্বপ্ন, তা পূরণ হোক এবং পরিবারের একজন শক্তিশালী আয়ক্ষম ব্যক্তি হয়ে উঠুক, এটাই আমার চাওয়া’।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিল ৮৪তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭