সাতকাহন২৪.কম
বউ সাজাতে পছন্দ করেন মাজেদা আক্তার রাজিয়া। সাজানোর পর বউকে যখন খুব সুন্দর লাগে, নিজেই অবাক হয়ে দেখেন। মনে হয়, নিজের হাতে এতো সুন্দর করে কনে সাজাতে পারলেন তিনি! আর তখনই উজ্জ্বলার প্রতি কৃতজ্ঞতা আসে। উজ্জ্বলা থেকেই তিনি শিখেছেন কী করে নিঁখুতভাবে বউ সাজানো যায়।
২০১৯ সালে বিউটি আর্টিস্ট হওয়ার জন্য উজ্জ্বলায় ভর্তি হন তিনি। সম্পূর্ণ কোর্স শেষ করে বর্তমানে নিজেই একটি স্যালন খুলেছেন মুন্সিগঞ্জের গজারিয়া থানায়। স্যালন থেকে প্রতি মাসে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করেন। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়ে তাঁর স্বাবলম্বী হওয়ার গল্পটিই শুনবো।
সবসময়ই ভালো জায়গায় শিখতে চাইতাম, উজ্জ্বলা বেস্ট
ছোটবেলা থেকে সাজগোজের প্রতি দুর্বল ছিলাম। চাইতাম ভালো একটি জায়গা থেকে মেকআপের কোর্স শিখতে। আমি তখন নারায়ণগঞ্জে থাকতাম। সেখানে উজ্জ্বলার কিছু কোর্স হয়। সে সময় একটা/ দুটো কোর্সে অংশ নিই। কোর্সগুলো করে মনে হয়েছে আমাকে আরো শিখতে হবে এবং উজ্জ্বলা থেকেই শিখতে হবে। যদিও ঢাকায় গিয়ে ক্লাস করতে তখন ভয় লাগছিলো। কিন্তু সাহস করে উজ্জ্বলায় চলে আসি। এখানে ভর্তি হয়ে সব কোর্স করি। পরিবেশটি এতো ভালো ছিলো যে ধীরে ধীরে আমার সব সংকোচ, অস্বস্তি কেটে যায়। উজ্জ্বলা বেস্ট।
উজ্জ্বলা আন্তর্জাতিকমানের সাজ শেখায়
উজ্জ্বলার শেখানোর ধরন আন্তর্জাতিকমানের। আমাদের প্রশিক্ষকরা অত্যন্ত ভালো ছিলেন। মেকআপের বেসিকটা খুব ভালোভাবে শিখেয়েছেন তাঁরা। চেহারা আকৃতি অনুযায়ী, স্কিন টোন অনুযায়ী মেকআপের বেজটা শিখেছি। এখন কেউ সাজতে আসলে ভাবতে হয় না কীভাবে সাজাবো। চট করেই বুঝে যেতে পারি। এখানে থিউরি, ভাইভা, প্র্যাকটিক্যাল- তিন ধাপে পরীক্ষা হয়। এটা খুব সাহায্য করেছে নিজেদের উন্নতিতে। শিক্ষকদের ব্যবহার খুব ভালো ছিলো আমাদের প্রতি। ভীষণ আন্তরিক ছিলেন তাঁরা। আমি ২০২২ এ সেরা উজ্জ্বলা হওয়ার সম্মাননা পেয়েছিলাম প্রতিষ্ঠানটির কাছ থেকে।
পার্লার দাঁড় করতে সাহস লাগে, উজ্জ্বলা সেটা জুগিয়েছে
একটি পার্লার দাঁড় করানো মুখের কথা নয়। এ জন্য সাহস ও ধৈর্য লাগে। উজ্জ্বলা আমাদের সেই সাহস দিয়েছে। হাল যেন না ছাড়ি সেই ধৈর্যটা জুগিয়েছে। উজ্জ্বলায় বিজনেস ডেভলপমেন্টের ওপর ক্লাস হয়। এটা খুব উপকারী। কীভাবে একটি ব্যবসাকে শক্তভাবে দাঁড় করাতে হয়, উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়া যায়, সেটা উজ্জ্বলার মাধ্যমেই বুঝেছি। উজ্জ্বলার কারণেই আজ এখানে আসতে পেরেছি। পাশাপাশি আমার স্বামী ও মা এই ব্যাপারে খুব সহযোগিতা করেছেন।
নিজের পায়ে দাঁড়িয়েছে, এখন অন্যদের দাঁড় করাতে চাই
একা নয়, অনেককে নিয়ে পথ চলাটাই আসল চলা- এ কথাটা উজ্জ্বলা শিখিয়েছে। বর্তমানে নিজের পায়ে দাঁড়িয়েছি। নিজের পার্লারে আরো মেয়েকে কাজ দিয়ে তাদের স্বাবলম্বী করে তুলতে চাই। আমি মনে করি, উজ্জ্বলার কাছ থেকে শেখাটে সার্থক হয়েছে। ভবিষ্যতে এভাবেই কাজ করে যেতে চাই যেন উজ্জ্বলার মান ধরে রাখতে পারি।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৩৮তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/