Monday, December 9, 2024
spot_img
Homeজীবনের খুঁটিনাটিউজ্জ্বলায় শিখলে সংকোচ, ভয় দূর হয়ে যায়

উজ্জ্বলায় শিখলে সংকোচ, ভয় দূর হয়ে যায়

সাতকাহন২৪.কম ডেস্ক
ছোটবেলায় ভালো ছবি আঁকতেন তিনি। এক পর্যায়ে মনে হলো মেকআপের কাজটিও ভালোভাবে করতে পারবেন। সেই থেকে মেকআপের প্রতি আগ্রহ। পরিবার থেকেও উৎসাহ পেলেন। যার কথা বলছি তিনি মো. সামিউল খান। রাজশাহীতে উজ্জ্বলা থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বর্তমানে তাঁর একটি স্যালন রয়েছে। পাশাপাশি রাজশাহীতে পার্লার ওউনার অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

উজ্জ্বলার সঙ্গে সংযোগটা কীভাবে হয়েছিলো? উত্তরে জানালেন, আমি ২০১৫ সাল থেকে মেকআপ নিয়ে কাজ করি। ফ্রি ল্যান্সিং করতাম। তবে প্রতিনিয়তই চাচ্ছিলাম, নিজেকে আরো দক্ষ করতে। ২০১৯ সালে রাজশাহীতে উজ্জ্বলার কোর্স হয়। সেখানে উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন আপা ক্লাস নেন। সেখানে কোর্স করি। এভাবেই উজ্জ্বলার সঙ্গে আমার সংযোগ।

‘সাধারণত অন্যান্য প্রতিষ্ঠানগুলো পুরুষ মেকআপ আর্টিস্টদের কোর্স করার বা কাজ করার সুযোগ দিতে চায় না। তবে উজ্জ্বলার এতে কোনো বাধা নেই। এই বিষয়টি খুব ভালো। তাদের কাছে নারী- পুরুষ উভয়ই সমান মর্যাদা পায়। আর উজ্জ্বলার শেখানোর ধরনও চমৎকার। আমাদের ক্লাস নিয়েছিলেন আফরোজা পারভীন আপা। তিনি সবাইকে ধরে ধরে খুঁটিনাঁটি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিতেন। কোনো প্রশ্ন মনে আসলে এরও খুব সুন্দরভাবে সমাধান করে দিতেন। এতে শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর একটি সুন্দর সম্পর্ক হতো। এ রকম শিক্ষক থাকলে সংকোচ, ভয় দূর হয়ে যায়। ন্যাচারালের ভেতর কীভাবে সুন্দর করে সাজানো যায় বিষয়টি উজ্জ্বলার কাছ থেকে শিখেছি,’ বলছিলেন তিনি।

২০২২ সালে উজ্জ্বলার পক্ষ থেকে পুরুষ মেকআপ আর্টিস্ট হিসেবে ‘অদম্য উজ্জ্বলা’র সম্মাননা পান সামিউল খান। জানালেন, এটা ছিলো আমার কাছে অনেক বড় পাওয়া। উজ্জ্বলা কেবল শিক্ষার্থীদের শিখিয়েই ছেড়ে দেয় না। তাঁদের প্রাপ্য সম্মানটুকুও দেয়।

বিদ্যাসিনহা মিম, অপু বিশ্বাস, জয়া আহসান সহ বাংলাদেশের অনেক বিখ্যাত অভিনেত্রী, মডেলদেরই সাজিয়েছেন সামিউল খান। জানান, মেকআপের সেক্টরে আত্মবিশ্বাস খুব দরকার। উজ্জ্বলাতে ক্লাস কারার পর আত্মবিশ্বাস বেড়েছে। আগে সেটা ছিলো না। উজ্জ্বলায় ক্লাস করেছিলাম বলেই সাহস করে স্যালন দিতে পেয়েছিলাম। উদ্যোক্তা হতে পেরেছিলাম। ভবিষ্যতে উজ্জ্বলার সঙ্গেই থাকতে চাই এবং উজ্জ্বলা থেকে আরো প্রশিক্ষণ নিতে চাই।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৩৯তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments