Sunday, February 16, 2025
spot_img
Homeঅন্যান্যউজ্জ্বলার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

উজ্জ্বলার ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

সাতকাহন২৪.কম ডেস্ক

বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে নারী উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা। হাঁটি হাঁটি পা করে গত ৯ এপ্রিল, প্রতিষ্ঠানটি ছয় বছরে পদার্পন করলো। এই উপলক্ষে, গতকাল রবিবার, বিকেল ৫ টায়, উজ্জ্বলার ঢাকা শাখায় একটি বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শৈবাল সাহা; তিনি উজ্জ্বলার ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। উপস্থিত ছিলেন উজ্জ্বলার চেয়ারম্যান আদিত্য সোম ও উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন। এ ছাড়া আরো ছিলেন, উজ্জ্বলার ফ্যাকাল্টি বিজনেস ডেভলপমেন্ট স্পেশালিস্ট জেবা পারভীন, বিউটি আর্টিস্ট আলেয়া শারমিন কচি, বিউটি আর্টিস্ট সাদিয়া ইসলাম, বিউটি আর্টিস্ট সোনিয়া খান, বিউটি আর্টিস্ট ইকরা আহসান চৌধুরী, বিউটি আর্টিস্ট রেড রাসেল সহ উজ্জ্বলার কর্মীবৃন্দ। কেক কাটা, ইফতার, সম্মানিত অতিথিদের বক্তব্য ও ফটোসেশনের মধ্য দিয়ে পালিত হয় অনুষ্ঠান।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উজ্জ্বলার চেয়ারম্যান আদিত্য সোম বলেন, ‘উজ্জ্বলার পার করা এই ছয় বছর, আমার কাছে ৬০ বছরের মতো। এই পথ চলাটা তো শান্তির অবশ্যই ছিল, তবে বেশ কঠিনও ছিল। এই ছয় বছরে আমরা প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে উদ্যোক্তা হিসেবে গড়তে পেরেছি। এতো পরিশ্রমের পর এটাই আমাদের অর্জন। আসলে প্রতিষ্ঠানটি লাভ-ক্ষতির চিন্তা করে শুরু করা হয়নি। তবে উজ্জ্বলায় পা রাখার পর, শিক্ষার্থীরা যখন শ্রদ্ধা ও সৌহার্দপূর্ণ দৃষ্টিতে অভিবাদন জানায়, তখন মনে হয়, যেই কাজটি করেছি, তার একটি সুফল পাচ্ছি। বিষয়টি অন্যরকম আনন্দ দেয়; আরো কাজ করতে অনুপ্রাণিত করে।’

ছবি : সংগৃহীত

উজ্জ্বলা মূলত শুরু হয় বিউটি ও গ্রুমিং এডুকেশন দিয়ে মানুষকে স্বাবলম্বী করতে। তবে গত এক বছরে আমরা আরো কাজের সঙ্গে যুক্ত হয়েছি। পাঁচ বছর পার করার পর আমাদের মনে হলো, বিভিন্ন ওইং দাড় করানো দরকার, যা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করবে। এই লক্ষ্যে উজ্জ্বলা ট্রাস্ট গঠন করেছি। এখানে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করা হয়। পাশাপাশি তৈরি করেছি ‘উজ্জ্বলা কেয়ার’। এখান থেকে আন্তর্জাতিক মানের সৌন্দর্য প্রসাধনী পণ্য তৈরি করছি। তবে এর বিক্রি হচ্ছে একেবারে দেশীয় মূল্যে। এটি থেকে বিউটি সেক্টরে যারা কাজ করে, তারা সুলভমূল্যে পণ্য পাবে- জানান উজ্জ্বলার চেয়ারম্যান আদিত্য সোম।

উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের বিউটি সেক্টরের স্বনামধন্য ব্যক্তিত্ব আফরোজা পারভীন বলেন, ‘উজ্জ্বলা আসলে একটি সামাজিক উদ্যোগ। এটি বিউটি ও গ্রুমিং সেক্টরে নারী ও পুরুষকে সমান তালে প্রশিক্ষণ দেয় এবং উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করে। উজ্জ্বলার বিভিন্ন কোর্স করার মাধ্যমে নারীরা নিজেদের দক্ষতা বাড়াতে পারছে এবং দেশীয় অর্থনীতিতে অবদান রাখছে। উজ্জ্বলা যখন শুরু হয় তখন চার থেকে পাঁচজন কর্মী ছিল। আজ সেখানে ২৫ জনের মতো কর্মী রয়েছে। প্রতিষ্ঠানটির ছয় বছর পূর্তি উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। উজ্জ্বলা এভাবেই নারী ও তরুণ সমাজকে স্বাবলম্বী করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চায়।’

ছবি : সংগৃহীত

নতুন প্রজন্মের নারীরা যেন বিশ্বমানের বিউটি অ্যান্ড গ্রুমিং-এ নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠতে পারে, সেই চিন্তা থেকে ২০১৭ সালে যাত্রা শুরু করে উজ্জ্বলা। নারীকে যোগ্য করে গড়ে তুলতে অনলাইন ও অফলাইন ক্লাসের মাধ্যমে বিউটি অ্যান্ড গ্রুমিংয়ের সব বিস্তারিত শেখায় প্রতিষ্ঠানটি। দেশের সেরা বিউটি আর্টিস্টরা এসব প্রশিক্ষণের ফ্যাকাল্টি মেম্বার হিসেবে থাকছেন। উজ্জ্বলার বিভিন্ন কোর্স করার মাধ্যমে নারীরা নিজেদের দক্ষতা বাড়াতে পারছে ও দেশীয় অর্থনীতিতে অবদান রাখছে। তরুণ শক্তিকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments