সাতকাহন২৪.কম ডেস্ক
কুড়িগ্রামে বাড়ি প্রিয়াঙ্কা পালের। কণা বিউটি পার্লার নামে সেখানেই একটি স্যালন খুলেছেন। মাসে আয় করেন প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। এরপরও নিজেকে আরো দক্ষ করার জন্য উজ্জ্বলা থেকে কোর্স করেছেন তিনি।
একজন পার্লারের কর্ণধার হিসেবে ক্লাইন্ট ব্যবস্থাপনা করা, নিজের রাগ নিয়ন্ত্রণ করা, কর্মী ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো শিখেছেন তিনি। জানালেন, মফস্বল শহরে একটি স্যালন ব্যবস্থাপনা করা সহজ নয়। ঠিকমতো কর্মী পাওয়া যায় না। দেখা যায়, কর্মীরা কিছুটা কাজ শিখেই পার্লার ছেড়ে চলে যায়। এসব বিষয়গুলো কীভাবে ব্যবস্থাপনা করা যায়, সেটা খুব ভালোভাবে শিখেছি উজ্জ্বলার কাছ থেকে।
এসএমই ফাউন্ডেশনে একটি কোর্স করতে গিয়ে পরিচয় হয়, উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীনের সঙ্গে। সেখান থেকে উজ্জ্বলার কথা জেনেই এখানে কোর্স করতে আসা। জানালেন, আমি নিজেকে অন্যের সামনে ভালোভাবে উপস্থাপন করতে পারি না। নিজেকে ভালোভাবে উপস্থাপনের বিষয়টি এই প্রতিষ্ঠানটি শিখিয়েছে।
উজ্জ্বলা তাঁকে নতুনভাবে কাজের উদ্যোম দিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আফরোজা পারভীন ম্যাডামের ক্লাস আমার খুব ভালো লেগেছে। তিনি খুব সুন্দর করে ও বিস্তারিতভাবে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছেন। ক্লাসের সময় আমাদের করা সব ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ম্যাডাম সামনে বসে রয়েছে মনে হয়নি। মনে হয়েছে বন্ধু বসে রয়েছে। উজ্জ্বলা থেকে আরো কোর্স করার ইচ্ছে রয়েছে আমার। এখানকার পরিবেশ বন্ধুসুলভ।’
নিজে তেমন না সাজলেও ছোটবেলা থেকে অন্যকে সাজাতে বেশ পছন্দ করতেন প্রিয়াঙ্কা। তবে পার্লার খোলার পর থেকে কেউ আর তাকে প্রিয়াঙ্কা বলে ডাকে না। সবার কাছে এখন তিনি ‘কণা’ আপা। আর এই পরিচিয়ে পরিচিত হতেও ভালোবাসেন তিনি। প্রিয়াঙ্কা জানান, ভবিষ্যতে নিজের স্যালনটিকে আরো বড় পরিসরে করতে চাই। উদ্যোক্তা হিসেবে আরো সফল হতে চাই।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৫৫তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/
ফোন : ০১৩২৪৭৩৪১৫৭