সাতকাহন২৪.কম ডেস্ক
২০২০ সালে করোনা শুরুর পর থেকে অনলাইনে কসমেটিকস ব্যবসা শুরু করেন মারিয়া রাণী গোমেজ। সাজতে ভালোবাসতেন ছোটবেলা থেকেই। তাই সাজগোজের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও করতেন তার ফেসবুক পেইজে। তার ভিডিও দেখে অনেকে উৎসাহিত হতো। একটা সময় মনে হলো ভিডিওগুলো আরো ভালো করা প্রয়োজন। বিউটিফিকেশন কাজটিতে আরো দক্ষ হওয়া দরকার। সেই ভাবনা থেকেই উজ্জ্বলায় ভর্তি হয়ে কোর্স করা। বর্তমানে নিজের বাসাতেই একটি স্টুডিও স্যালন খুলেছেন। উজ্জ্বলার অ্যাসিসটেন্ট ফ্যাকাল্টি হিসেবেও মাঝে মাঝে কাজ করছেন। শেখাচ্ছেন অনেককে। উজ্জ্বলা তাঁর জীবনকে কীভাবে বদলে দিয়েছে সেই গল্পই শুনবো আজ।
উজ্জ্বলা পথ দেখিয়েছে
তেজগাঁও সরকারি কলেজ থেকে লেখাপড়া শেষ করি আমি। বিয়ে হয়, সন্তান হয়। সন্তান হওয়ার পর ভীষণ রকম ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম। তখন মনে হচ্ছিলো কিছু করা দরকার। যদিও ছোটবেলা থেকে সাজতে পছন্দ করতাম। বিয়ের আগে একটা জায়গায় কিছুদিন শিখেছিলামও, তবে বিউটিফিকেশনকে পেশা হিসেবে নেবো কখনো ভাবিনি। তবে ডিপ্রেশনে পড়ার পর মনে হয়েছিলো আমাকে কিছু একটা করতে হবে। না হলে এখান থেকে বের হতে পারবো না। এ সময় ফেসবুক পেইজ খুলি এবং নিজেকে দক্ষ করার জন্য উজ্জ্বলায় যাই। উজ্জ্বলাকে বেছে নেওয়ার কারণ ছিলো, তারা মেকআপের এ টু জেড খুব ভালোভাবে শেখায়। তারা চায় শিক্ষার্থীরা প্রকৃত অর্থেই কিছু জানুক ও শিখুক।
উজ্জ্বলা থেকে যতটুকু শিখেছি কাজে লাগাতে পারছি
আমার কাছে মনে হয় কোথায় টাকায় ইনভেস্ট করে কিছু শিখলে সেই টাকাটা যেন আমার কাজের ভেতর দিয়ে তুলে আনতে পারি। সেটা আমি পেরেছি। উজ্জ্বলা থেকে যতটুকু শিখেছি, সেটা কাজে লাগাতে পেরেছি। প্রতিষ্ঠানটি কম টাকায় অনেক ভালো শেখায়। কোনো দিক থেকে ফাঁকঝোঁক রাখে না। উজ্জ্বলাতে যতটুকু শিখেছি নিজের কাজ দিয়ে সেটি প্রমাণ করতে পারছি। এই পেশাতে আসার ক্ষেত্রে আমার স্বামী ও পরিবারের অনেক সহযোগিতা পেয়েছি। আমার স্বামী বলেছিলো উজ্জ্বলায় কোর্স করতে।
আত্মবিশ্বাস বাড়িয়েছে উজ্জ্বলা
আমার ভেতর আত্মবিশ্বাসের অভাব ছিলো। সেটা থেকে বের হয়ে আসতে পেরেছি উজ্জ্বলার কারণে। এখন আমি আমার ভুলগুলো বুঝতে পারি এবং নিজেই শুধরে নিতে পারি। উজ্জ্বলায় শিখেছি বলে আত্মবিশ্বাস বেড়েছে। প্রতিষ্ঠানটি হাত ধরে কাজ শেখায়। আর এতে আত্মবিশ্বাস বাড়ে। একটা বিষয় কীভাবে ভিন্নভাবেও করা যায় সেটা উজ্জ্বলা শেখায়। ওখানে যাওয়ার পর আমার অনেক উন্নতি হয়।
উজ্জ্বলার জন্য সফল হতে পেরেছি
আজ আমি যতটুকু সফল হতে পেরেছি, সেটা হয়েছি উজ্জ্বলার কারণে। উজ্জ্বলা পাশে না থাকলে এতো শক্তি পেতাম না। তারা মানসিকভাবে সবসময় সাহায্য করে। আমার ক্যারিয়ার গড়তে, স্বাবলম্বী করতে সাহায্য করেছে তারা। উজ্জ্বলার সঙ্গে এভাবেই থেকে যেতে চাই এবং নিজের কাজের মাধ্যমে উজ্জ্বলার সুনাম ধরে রাখতে চাই।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৩৭তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/