Monday, January 20, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিউজ্জ্বলার জন্যই বিউটি আর্টিস্ট হয়েছি

উজ্জ্বলার জন্যই বিউটি আর্টিস্ট হয়েছি

সাতকাহন২৪.কম

ছেলে হয়ে মেকআপ আর্টিস্ট হবেন- এ ভাবনাটি এলেই ভয় পেয়ে কুঁকড়ে যেতেন তিনি। এলাকার লোকে কী বলবে, সমাজ কী বলবে-এসব ভাবনা তাকে তাড়িয়ে বেড়াতো। কিন্তু কাউকে মেকআপ করাতে যে খুব ভালো লাগতো তাঁর! মেকআপের তুলিতে, নতুন রঙের ছোঁয়ায় মানুষের চেহারায় যখন অন্যরকম মাধুর্য আসতো সেই বৈচিত্র্য তাকে আপ্লুত করতো। টিফিনের টাকা জমিয়ে লুকিয়ে লুকিয়ে মেকআপের সামগ্রী কিনতেন। আর ছোট বাচ্চাদের সাজাতেন।

একটা সময় মনে হলো এভাবে আর চলে না। নিজের ইচ্ছাটাকে লুকিয়ে রেখে কয়দিন বাঁচা যায়? পা বাড়ালেন বিউটি আর্টিস্ট হওয়ার পথে। আর উজ্জ্বলা সেই পথ সুগম করলো। বর্তমানে তিনি নারায়ণগঞ্জে নিজেই একটি পার্লার খুলেছেন। মাসে আয় করছেন প্রায় দেড় থেকে দুই লাখ টাকা। যেই পেশাকে এতো ভয় পেতেন সেটাই আজ তাকে স্বাবলম্বী ও সফল করেছে। যার কথা বলছি তিনি অর্নব নয়ন। উজ্জ্বলা থেকে পুরুষ বিউটি আর্টিস্ট হিসেবে ‘অদম্য উজ্জ্বলা’ হওয়ার সম্মাননাও পেয়েছেন তিনি। তাঁর পথ চলায় উজ্জ্বলা কীভাবে সহযোগী হয়েছিলো সেই গল্পই শুনবো।

উজ্জ্বলা শক্তি দিয়েছে

আমার বাবা একদমই চাইতেন না আমি বিউটি আর্টিস্ট হই বা মেকআপ নিয়ে কাজ করি। কিন্তু আমি মেকআপের ভিডিও প্রচুর দেখতাম। কাজটি ভীষণ ভালো লাগতো। বাংলাদেশের স্বনামধন্য বিউটি আর্টিস্টদের ভিডিও দেখতাম। তাদের দেখতে দেখতে মনে হতো, আমিও যদি তাঁদের মতো হতে পারতাম!

একদিন ফেসবুকে দেখি রেড বিউটি স্যালনে উজ্জ্বলার প্রশিক্ষণের কাজ হচ্ছে। তাদের কাছে প্রশিক্ষণ নেওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো। কিন্তু তখনও ভয় পাচ্ছিলাম উজ্জ্বলায় ফোন দিবো কি না- এই ভেবে। এরপর সাহস করে ফোন দিই। তবে কথা বলি মেয়ে সেজে। বলি, ‘আমার একটি ভাই রয়েছে, তাকে প্রশিক্ষণ দেবে কি না উজ্জ্বলা। তাকে আমি মেকআপ শেখাতে চাই।’ উজ্জ্বলা এক কথায় রাজি হয়ে যায়। এটা যে আমার কাছে কত বড় একটি বিষয় ছিলো! এরপর উজ্জ্বলায় যাই। এটা ২০১৭ সালের কথা। তখন আমার হাতে টাকা সীমিত। অল্প অল্প করে কোর্স করা শুরু করি। উজ্জ্বলা শক্তি দিয়েছিলো বলেই আজ বিউটি আর্টিস্ট হতে পেরেছি।

উজ্জ্বলা আমাকে মানুষ হিসেবে বাঁচতে শিখিয়েছে

উজ্জ্বলায় যখন পাড়া দিই জীবনটাই বদলে যায়। উজ্জ্বলার সহ প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের স্বনামধন্য বিউটি আর্টিস্ট আফরোজা পারভীন আপা বলেছিলেন, ‘তুমি ছেলে বা মেয়ে হও তোমার কাজ তোমাকে অনেক দূরে নিয়ে যাবে।’ ম্যামের অনুপ্রেরণায় এতো দূর এগিয়ে এসেছি। আমাদের মতো মানুষকে উজ্জ্বলা কতটা যে সহযোগিতা করে তা বলার মতো নয়। উজ্জ্বলায় যাওয়ার পর একবারও বলা হয়নি ছেলেদের ক্লাস করাতে চায় না। আমি একটা মানুষ। সেই হিসেবেই আমাকে পরিচিত করেছে।

উজ্জ্বলার সঙ্গে থাকতে চাই

বর্তমানে আমি যতটুকু দাঁড়িয়েছি, স্বাবলম্বী হতে পেরেছি তা উজ্জ্বলার জন্য। উজ্জ্বলায় মেকআপ শেখানোর কৌশল, ব্যবসা দাঁড় করানোর কৌশল দিয়েই আজ এত দূর আসা। শিক্ষকরা ঠিক যেভাবে শিখিয়েছেন সেভাবেই কাজ করি। এভাবেই এগিয়ে যাচ্ছি। উজ্জ্বলা আমাদের অনেক দিয়েছে। প্রতিষ্ঠানটির সঙ্গে সবসময় থাকতে চাই। উজ্জ্বলার সুনাম ধরে রাখতে চাই নিজের কাজের মাধ্যমে।

বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৪০তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :

https://www.facebook.com/UjjwalaBD

https://www.instagram.com/UjjwalaBD/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments