সাতকাহন২৪.কম
২০১৪ সালে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেন রাজিয়া হোসেন। ২০১৫ সালে মা হন। সন্তানটি প্রি মেচিউর হয়েছিলো। তখন সন্তানকে সুস্থ রাখতে তার পেছনে অনেক সময় দেওয়া লাগতো। সংসার-সন্তান সামলাতে গিয়ে চাকরি করা হয়ে উঠেনি। একটা সময় খুব হতাশায় পড়েন তিনি। সবাই বলতো, ‘লেখাপড়া শিখে কী হলো?’ ভীষণ মানসিক চাপে পড়ে গিয়েছিলেন তখন। সে সময় স্বামী তাকে সহযোগিতা করেন। ঘরে বসে করতে পারবে এমন কোনো কাজ শিখতে বলেন।
এরপর উজ্জ্বলা থেকে কোর্স করে নিজেই একটি স্যালন খুলেন রাজিয়া। আয় ভালোই হয়। এখন ঘর-সন্তান সামলে নিজের কাজটাও করতে পারেন। জানান, এখন আমি স্বাবলম্বী হতে পেরেছি। খুব অশান্তি লাগতো আগে। উজ্জ্বলায় কোর্স করে কাজ শুরু করার পর সেটা কমে গেছে। অন্যান্য জায়গার তুলনায় উজ্জ্বলার কোর্সগুলো স্বল্প টাকায় হয়। যেটা খুব সুবিধাজনক। এই জন্যই উজ্জ্বলায় ভর্তি হয়েছিলাম। ‘
উজ্জ্বলা আমাকে শক্ত হতে শিখিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ কোর্স করার সময়ও অনেকে বাজে কথা বলতো। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে কেন বিউটিফিকেশনের কাজ করছি এসব নিয়ে কথা হতো। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম। আর আজ আমি ভালো আছি। উজ্জ্বলা খুব যত্নশীল। প্রত্যেকটা ক্লাস ভালো লেগেছে। গ্রুমিং ক্লাসটা খুব ভালো ছিলো। মেন্টাল হেলথের ক্লাস করানো হয় এখানে। কেবল বিউটি আর্টিস্ট হওয়া নয় একজন ব্যক্তি হিসেবে কীভাবে কঠিন পরিস্থিতি পার করবে সেটাও শিখেছি উজ্জ্বলার মাধ্যমে। আমার ভেতরে অনেক জড়তা ছিলো। আজ সেই জড়তা উজ্জ্বলার জন্য কেটে গেছে। ‘
উজ্জ্বলা থেকে ‘সেরা উজ্জ্বলা’ হিসেবে সম্মাননা পান রাজিয়া। জানান, উজ্জ্বলা আমার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আমার প্রথম ক্লাস ছিলো ফান্ডামেন্টাল মেকআপের। সেই ক্লাসটি নিয়েছিলেন প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন আপা। তার ক্লাস করতে গিয়ে অনেক ভালো লেগেছে। তাঁর কথায় মনে শক্তি পেতাম। মনে হতো, তার কথা কেবল শুনি।’
ভবিষ্যতে উজ্জ্বলার সঙ্গে থাকতে চাই। সুযোগ পেলে সেখানে কাজ করতে চাই। আর নিজের স্যালনকে আরো বড় করার ইচ্ছা রয়েছে জানান তিনি।
বি : দ্র : বাংলাদেশের বিউটি অ্যান্ড গ্রুমিং ইন্ডাস্ট্রিতে উদ্যোক্তা তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করছে উজ্জ্বলা লিমিটেড। উজ্জ্বলায় প্রশিক্ষণ নিয়েছেন এবং সংগ্রাম করে সাফল্য অর্জন করেছেন, এমন কয়েকজন নারী ও পুরুষের সাক্ষাৎকার নিয়ে সাতকাহনের ধারাবাহিক পর্ব চলছে। এই পর্বটি ছিলো ৪২তম। উজ্জ্বলা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :
https://www.facebook.com/UjjwalaBD
https://www.instagram.com/UjjwalaBD/