Monday, January 20, 2025
spot_img
Homeজীবনের খুঁটিনাটিঈদে যেভাবে সাজবেন রূপ বিশেষজ্ঞ শারমিন কচি

ঈদে যেভাবে সাজবেন রূপ বিশেষজ্ঞ শারমিন কচি

আলেয়া শারমিন কচি

ঈদের আগের চাঁদ রাতটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক রাত পর্যন্ত আমার নিজস্ব বিউটি স্যালনে থাকতে হয়। ক্লাইন্ট থাকে। বেশ রাত পর্যন্ত কাজ করি। তবে কোরবানির ঈদে যেহেতু কাজ একটু বেশি থাকে, তাই আগের দিনই মিষ্টান্ন রান্না করে ফেলি।

ঈদের দিনটিতে কিছুটা হলেও নিজের মতো উপভোগের চেষ্টা করি। সকালে ঘুম থেকে উঠেই প্রস্তুত হয়ে নিই। ঘরের ছেলেরা নামাজের জন্য বের হলে, গোসল সেরে তৈরি হয়ে নিই। নতুন পোশাক পরে নিজেকে সাজাই। সকালে খুব বেশি মেকআপ নিই না। চুলকে খুব ভালো করে বাঁধি। এবারের ঈদে চুল উঁচু করে বেঁধে খোপা করতে পারি। চুলকে পনি টেল বা ফোল্ড করে পাঞ্চও করে নিতে পারি।

রোজার ঈদে সকালে সাধারণত শাড়ি পরি। তবে কোরবানির ঈদে একটু ব্যতিক্রম হয়। এবার কাফতান বা কুর্তি পরবো। এতে কাজ করতে সুবিধা হবে। গরমও কম লাগবে। স্বস্তি পাবো। সাদা আমার পছন্দের রং। ঈদের সকালে সাদা রঙের পোশাক গায়ে জড়াবো।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সকালে খুব হালকা করে সাজবো। একদম ন্যাচারাল। প্রথমে মুখ ডাবল ক্লিন করে ময়েশ্চারাইজার দেবো। এরপর টোনার দিয়ে ফেস পাউডার ব্যবহার করবো। যেহেতু কোথায় যাবো না এবং আমার সূর্যের আলোতে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই সানব্লক এড়িয়ে যাবো। পাশাপাশি ফাউন্ডেশনও ব্যবহার করবো না। ফেস পাউডার দেওয়ার পর চিকবোনে টিনট ব্লাশ ব্যবহার করবো। চোখে হালকা বাদামি একটি শেড দেবো। এতে ডার্ক সার্কেল থাকলেও দেখা যায় না।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এরপর কাজল পরবো। আমার খুব ভালো লাগে ব্লাশন ও হাইলাইটার। চিকবোনে, ব্লাশন এলাকাতে হাইলাইট করবো। এ ক্ষেত্রে নুড হাইলাইটার আমার প্রথম পছন্দ। সকালে ন্যুড রঙের ম্যাট লিপস্টিক ব্যবহার করবো।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাতের সাজটা একটু ভারী হবে। সাধারণত ঈদের রাতে একটু গাঢ় রঙের পোশাক পরতে পছন্দ করি। এবার কালো ও মেরুন রঙের মিশ্রণে শাড়ি পরবো। এরপর সারাদিনের কাজ শেষে হয়তো একটু বাইরে বের হবো বা বাসায় অতিথি আসতে পারে।

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তো নিজেকে তৈরি করবো। আবারও গোসল করে নেবো। ত্বকে ময়েশ্চারাইজার দিয়ে টোনার লাগাবো। এরপর ত্বকের টোনের সঙ্গে মিলিয়ে খুব হালকা একটি ফাউন্ডেশন ব্যবহার করবো। ফেস পাউডার দিবো। ব্লাশন লাগাবো। চোখে গাঢ় করে কাজল দেবো। আইলিডকে স্মোকি করার চিন্তা রয়েছে। যেহেতু সকালে হালকা সেজেছি, তাই রাতে একটু ভারী করে সাজবো। চুল ছেড়ে দেবো। নিচে চুলে একটু বাউন্স করে নেবো। এভাবেই নিজেকে সাজাবো ঈদের দিন।

– রূপ বিশেষজ্ঞ, বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments