Saturday, July 20, 2024
spot_img
Homeঅন্যান্যঈদের পর সাজ-পোশাক

ঈদের পর সাজ-পোশাক

সাতকাহন২৪.কম ডেস্ক
ঈদ চলে গেল। তবে চলে গেল বললেই তো আর হয় না। ঘোরাঘুরি, আত্মীয়-স্বজনের বাড়িতে যাওয়া, বন্ধু-বান্ধবের বাসায় দাওয়াত চলতেই থাকে। অনেকের আবার অফিস খুলে যায় ঈদের দুই-তিন দিনের ভেতর। তাই বলে কি ঈদের আমেজ কমে? অফিস খোলার পর প্রথম কিছুদিন কিন্তু একটা উৎসবভাব থেকেই যায়। বাইরে বেড়াতে যান বা অফিসেই যান এই সময়ে সাজ-পোশাকে একটু উৎসবের আমেজ রাখতেই পারেন।

ঢাকার বাইরে গেলে বিবেচনা করে পোশাক নির্বাচন করতে হবে। মেয়েরা ভ্রমণের সময় টপস, সিঙ্গেল কামিজ পরতে পারেন। অনেকেই ঈদের সময় গ্রামে বেড়াতে যান। তারা দাওয়াতে গেলে একটু জমকালো শাড়ি বা সালোয়ার-কামিজ পরতে পারেন। তবে যেহেতু বেশ গরম পরেছে, তাই দিনে ঘোরাঘুরির জন্য স্নিগ্ধ, আরামদায়ক পোশাক বেছে নিন। এ ক্ষেত্রে সুতি বা মিশ্র সুতির কাপড়ই ভালো হবে- জানান কে ক্র্যাফ্টের পরিচালক খালিদ মাহমুদ খান।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

ছেলেরা ভ্রমণের সময় পলো শার্ট বা হাফ শার্ট পরতে পারেন। আরাম পাবেন, জানিয়ে খালিদ মাহমুদ খান বলেন, ‘আর দাওয়াতে গেলে পাঞ্জাবি, টি শার্ট পরা যেতে পারে। তবে এই গরমে দাওয়াতে গেলে ফতুয়াও হতে পারে সেরা পছন্দ। শিশুর ক্ষেত্রে সুতির পোশাক হবে সবচেয়ে সঠিক নির্বাচন।’

‘নারী ও পুরুষের ক্ষেত্রে অফিসে পরার জন্য ঈদের সময় কেনা সবচেয়ে রুচিশীল ও আরামদায়ক পোশাকটি বেছে নেওয়া যেতে পারে’, – বলছিলেন তিনি।

ছবি : কে ক্র্যাফট
ছবি : কে ক্র্যাফট

পোশাকপর্বের পর সাজের বিষয়টি গুরুত্ব পায়। এই সময়ের সাজটাও হতে পারে ঈদের দিনের মতোই। আর কিছুটা বৃষ্টি হলেও যেহেতু এখনও গরম রয়েছে, তাই এটি হালকা হলে দেখতে ভালো লাগবে, আর সহনশীলও হবে।

‘এই সময়ে সাজের ক্ষেত্রে মেকআপের বেজটা ম্যাট জাতীয় পন্য দিয়ে করলে ভালো হয়। এখনকার আবহাওয়ায় এটাই সবচেয়ে উপযোগী। আইলাইনার ওয়াটার প্রুফ আর লিপস্টিক হবে ম্যাট। এখনতো চেহারার যেকোনো একটি অংশকে বেশি প্রাধান্য দেওয়ার চল এসেছে। দেখতেও ভালো লাগে। হয়তো চোখে বেশি মেকআপ দিলো, তো ঠোঁটের লিপস্টিকটা হালকা। আবার ঠোঁটে গাঢ় রং ব্যবহার করলো, তো চোখের সাজ হালকা,’ বলছিলেন রেড বিউটি স্যালনের স্বত্বাধিকারী আফরোজা পারভীন।

যেহেতু গরম, তাই চুল খোলা না রাখলেই আরাম পাবেন জানিয়ে আফরোজা পারভীন বলেন, ‘চুলে পনি টেইল, হর্স টেইল, হাত খোঁপা বা বেণী করতে পারেন। শাড়ি, টপস, কামিজ-সবধরনের পোশাকের সঙ্গেই এসব স্টাইল মানাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments