ডা. সানজিদা হোসেন পাপিয়া
রমজানের শেষ দিকে চলে এসেছি আমরা। সামনেই ঈদ। এই সময় অনেকেই নাড়ির টানে বাড়ি ফিরছেন। অনেকেই গ্রামের বাড়িতে ঈদ করার কথা ভাবছেন।
তবে, একটি দৃশ্যের কথা চিন্তা করুন তো। আপনি যাচ্ছেন, যাওয়ার পর আপনার দাঁতে প্রচণ্ড ব্যথা শুরু হল। কিংবা ঈদের দিন আপনি প্রচণ্ড খুশি মনে, খাবার খাচ্ছেন, এমন সময় দাঁতে হঠাৎ করে প্রচণ্ড ব্যথা হতে লাগল।
আগে থেকেই হয়তো একটু একটু ব্যথা করছিল। তবে আপনি ভাবছিলেন, ঈদের পরে বাসায় ফিরে দাঁতের চিকিৎসা করাবেন। এই ভাবনা নিয়ে হয়তো আপনি গ্রামে গেছেন। তবে ঈদের সময় এই ব্যথা আপনার সম্পূর্ণ আনন্দকে নষ্ট করে দিতে পারে।
তাই কারো সামান্যতম সমস্যা থাকলেও এড়াবেন না। কারণ, এই সামান্য সমস্যাই আপনার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।
এসব সমস্যা প্রতিরোধে ঈদের আগেই দাঁতের চিকিৎসা করিয়ে নেওয়া ভালো। আর চিকিৎসক যেই পরামর্শ দেবেন, সেই অনুযায়ী সমাধান করে নিন। এতে আপনার ঈদ আনন্দময় হবে এবং দাঁতের জটিলতাও আগে থেকে প্রতিরোধ করা যাবে।
লেখক
কনসালটেন্ট ডেন্টাল সার্জন
ডিকেএমসি হসপিটাল লিমিডেট, নারায়ণগঞ্জ
ফোন : ০১৯৭১৬০০১১২, ০১৯৭১৬০০১১৩
চেম্বার : অনামিকা ডেন্টাল , ২/১ মধ্য বাসাবো, টেম্পুস্ট্যান্ড, ঢাকা ১২১৪
ফোন : ০১৯৩৩১৩৩৪৮৬