Saturday, March 22, 2025
spot_img
Homeঅন্যান্যইয়াংকে এনেছে ভ্রমণের পোশাক

ইয়াংকে এনেছে ভ্রমণের পোশাক

সাতকাহন২৪.কম ডেস্ক
হালকা শীত, ছুটির আমেজ, নতুন বছরে নতুন লক্ষ্যে নামার আগে বেড়াতে তো যেতেই হবে। মন তো তৈরি, অনুষঙ্গ তৈরি তো?

ঘুরতে যাওয়ার আগে অনেকেই বুঝে উঠতে পারে না কোন পোশাক পরবে আর কোনটা নয়! সারাদিন ঘুরে বেড়ানো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বেশি ভারী নয়, আরামদায়ক আবার আবহাওয়া উপযোগী পোশাকতো চাই-ই। তবে ফ্যাশনেবলও হতে হবে পোশাকটি। তাই ইয়াংকে আয়োজনে এনেছে হালকা শীতে পড়ার মতো মেয়েদের জন্য ট্রেন্ডি টপস্, টিউনিক, কুর্তি, কাফতান, পঞ্চ, হালকা হুডি জ্যাকেট এবং ছেলেদের জন্য ডেনিম শার্ট, ফুল স্লিভের স্মার্ট ক্যাজুয়াল শার্ট, হালকা হুডি জ্যাকেট, পলো, টি-শার্ট, শার্ট । ট্রেন্ডি, আধুনিক এবং আরামদায়ক পোশাকের কালেকশন মানিয়ে যাবে নানা পরিবেশে।

শুধু তাই নয় বেড়াতে যাওয়ার জন্য চাই ব্যাগ অথবা ব্যাকপ্যাক, যা পোশাকের সঙ্গেও হওয়া চাই মানানসই। এ ছাড়া স্টাইলিশ স্কার্ফ,মাফলার হওয়া উচিত এই সময়ের সঙ্গি। আর এই সবকিছুই পাওয়া যাবে ইয়াংকের কালেকশনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments