সাতকাহন২৪.কম ডেস্ক
ইমপালস-মাই কেয়ার (প্যালিয়েটিভ অ্যান্ড জেরিয়াট্রিক কেয়ার সেন্টার)- এর ‘ফুসফুসের ক্যানসার সচেতনতার মাস’ উদযাপন উপলক্ষে অংশ হিসেবে গতকাল বুধবার নটর ডেম ইয়োগা ও মেডিটেশন ক্লাবের সহায়তায় নটর ডেম কলেজে একটি ভিন্নধর্মী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য তুলে ধরেন মাই কেয়ারের প্রধান পরিচালন কর্মকর্তা ডা. ফারজানা ইসলাম। ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে বিভিন্ন যোগ অভ্যাস/ইয়োগা প্রদর্শন করে ইয়োগা থেরাপিষ্ট কুশল রয় জয় (প্রতিষ্ঠাতা, জয়সান ইয়োগা) ।
অনুষ্ঠানে উপস্থিত ছিল নটর ডেম কলেজে চারশ জন শিক্ষার্থী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও এবং নটর ডেম ইয়োগা ও মেডিটেশন ক্লাবের সম্মানিত মডারেটর স্বপন হালদার। আরও উপস্থিত ছিলেন মাই কেয়ার-এর ক্যানসার বিষয়ক জনসচেতনতা প্রচারকারী দল ফারজানা আলী (হেড অব সার্ভিস ম্যানেজমেন্ট), মো. জুলহাস উদ্দিন (হেড অব প্রোগ্রাম ও বিজনেস ডেভেলপমেন্ট) ও শাখাওয়াতউল্লাহ (বিজনেস রিলেশনশিপ ম্যানেজার) ।