মাথার ওপর নড়েন চড়েন
পাঁচফোড়নের ঝাঁজ,
বিটকেল আর খিটকেল দুই
প্যাঁচ পাকানো কাজ।
সকাল সাঁঝে চেঁচামেচি
গ্যালো গ্যালো রব,
পাগলা দাশু বকবকানি
মাথায় ওঠে সব।
অঙ্ক খাতায় লালকালি আর
if but-এতে ভুল,
মাইয়া মাথায় গোবর দিয়ে
ড্রেসিং করেন চুল।
“তোর একদিন নয়তো আমার”
তাতে হলোই কী,
বেগুনপোড়ায় উচ্ছে দিলো
পান্তাভাতে ঘি।
দিন রাত ওই তুর্কি নাচন
রং মাখা দুই হাত,
শান্তিতে যে নাক ডাকাব
নেই তো দুপুর রাত।
নামেও যেমন কাজেও তেমন
বাঘা তেঁতুল মেয়ে,
খিলখিলিয়ে উঠছে হেসে
“লাভ ইউ মাদার” গেয়ে।
লেখক :
কবি, লেখক, গবেষক, তথ্যচিত্র পরিচালক