সাতকাহন২৪.কম ডেস্ক
ভারতীয় দূতাবাস, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও জয়সান ইয়োগার উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবসের প্রি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ জুন, শুক্রবার, বিকাল ৫টায়, ঢাকার বনানীতে জয়সান ইয়োগা সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি শুরু হয় আন্তর্জাতিক যোগ দিবসের প্রটোকল দিয়ে। এরপর জয়সান ইয়োগার সৌজন্যে করা আন্তর্জাতিক সার্টিফিকেট কোর্সের সার্টিফিকেট প্রদান করা হয়। যেখানে আয়ুর্বেদ নিউট্রিশন কোর্সের ১৫ জন, যোগ শিক্ষক প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচ থেকে ১১ জন, দ্বিতীয় ব্যাচ থেকে ২২ জন ও তৃতীয় ব্যাচ থেকে ২৮ জন সার্টিফিকেট গ্রহণ করে।
শর্মিষ্ঠা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মৃন্ময় চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়সান ইয়োগার প্রতিষ্ঠাতা কুশল রায় জয়। অনুষ্ঠানে ২১ জুন, যোগ দিবস উপলক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।