Thursday, December 12, 2024
spot_img
Homeজীবনের খুঁটিনাটিআন্তর্জাতিক নারী দিবসে কে ক্র্যাফট-এর আয়োজন

আন্তর্জাতিক নারী দিবসে কে ক্র্যাফট-এর আয়োজন

সাতকাহন২৪.কম ডেস্ক

নারী দিবসের প্রতীক বেগুনি রং সৃজনশীলতা, প্রেরণা, বিশ্বস্ততা, একনিষ্ঠতা, গৌরব, আভিজাত্য ও শক্তিকে উপস্থাপন করে। বেগুনি রঙের মাধ্যমেই এ দিনটিতে প্রকাশ হয় নিজের সংহতি বা একাত্মতা। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে বরাবরের মতোই এবারও থাকছে কে ক্র্যাফটের আয়োজন।

রয়েছে ফ্লোরাল, ট্র্যাডিশনাল পেইসলে, জ্যামিতিক, মিক্সড মোটিফে তৈরি করা পোশাক। শাড়ি, সালোয়ার কামিজ ছাড়াও রয়েছে ট্র্যাডিশনাল ও ফিউশনধর্মী প্যাটার্নে লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, টিউনিক, কাফতান। কটন, লিনেন, সিল্ক, হাফ সিল্ক কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, অ্যামব্রয়ডারি, স্ক্রিন, ব্লক প্রিন্ট ও টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।

তবে পার্পল, ল্যাভেন্ডার, ভায়োলেট, অরেঞ্জ, অফ হোয়াইটই শুধু নয়, নারী দিবসের মূলভাবনার সঙ্গে মিলে যায় এমন আরও কিছু রঙয়ের পছন্দের পোশাকও মিলবে কে ক্র্যাফট এর সকল বিক্রয় কেন্দ্রে।

নারী দিবসের এই আয়োজন কে ক্র্যাফট-এর সকল আউটলেট ছাড়াও অনলাইন সপ kaykraft.com এবং ফেসবুক পেজ থেকে অর্ডার করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments