সাতকাহন২৪.কম
আত্মবিশ্বাসী মানুষ নিজের সুখ নিজেই তৈরি করতে পারে। আত্মবিশ্বাসী ব্যক্তি জানে কীভাবে অনেক চাপের ভেতরও দক্ষতার সঙ্গে কাজ করে সফল হওয়া যায়। আর এর অভাবে কী হয়? জীবনযুদ্ধে পিছিয়ে পড়েন অনেকেই। দ্বিধা, সংশয়ে থেকে বহু কাজই করে উঠা হয় না। কীভাবে বাড়াবেন আত্মবিশ্বাস? আসুন জেনে নিই।
# ছোট ছোট বিষয়েও আনন্দ খুঁজুন। লক্ষ্য নির্ধারণ করুন। আর সেই অনুযায়ী কঠোর পরিশ্রম করে যান।
# অন্যকে বিচার করতে যাবেন না। অন্যের সঙ্গে নিজের তুলনা করা থেকে বিরত থাকুন। নিজের কাজের প্রতি মনোযোগী হোন।
# ভয়কে জয় করুন। আর এ জন্য নিজেকে আরো দক্ষ করে গড়ে তুলুন।
# নিজের প্রতি ইতিবাচক হোন। নিজেকে বলুন, ‘আমি পারবো’, ‘আমি করবো’, ‘সফল হবো’।
# সবসময় হাসি মুখে থাকুন। কোনো কাজে ভুল হতেই পারে, একে স্বীকার করে নিন।
# আপনার দাঁড়ানো, হাঁটা-চলা, কথা বলার মধ্যে একটি স্মার্টভাব আনুন। তবে সেটি যেন বেশি না হয়ে যায়।
# যেই কাজটি করতে ভয় পান, সেটি বার বার করুন। হয়তো অংকে আপনার ভীষণ ভয়। অংক বার বার করতে থাকুন।একসময় ঠিকই দক্ষ হয়ে উঠবেন।
# কোথায় কোথায় আপনার আত্মবিশ্বাসের অভাব হয়, সেগুলো খুঁজে বের করুন এবং সেই কাজগুলোতে দক্ষ হোন।
এসব কৌশলের চর্চা কেবল একদিনের জন্য নয়, সারাজীবনই করে যেতে হবে। আর এতে আপনি এতোটা আত্মবিশ্বাসী হবেন যে নিজেই হয়তো অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবেন।