অনন্যা চৈতী
কখনো ভেবে দেখেছেন, আকর্ষণীয় নখের পেছনে রহস্য কী? হয়তো ভাবছেন, এটি বিউটি পার্লারের কারসাজি। নিয়মিত পার্লারে গিয়ে ব্যয়বহুল পেডিকিউর-ম্যানিকিউর করলেই এ ধরনের নখ পেয়ে যাবেন। ধারণাটি একেবারে ভুল তা বলছি না।
তবে পার্লারে গিয়ে এক গাদা টাকা খরচ না করে একটু যত্ন করলে ঘরে বসেই পেয়ে যেতে পারেন আকর্ষণীয় নখ। ঘরে থাকা কিছু প্রাকৃতিক উপদানের ব্যবহারে আপনার নখ হয়ে উঠবে সুন্দর ও স্বাস্থ্যকর। ঘরোয়া পদ্ধতিতে নখ ভালো রাখার উপায় জানিয়েছে ভারতীয় ওয়েবসাইট টামস অব ইন্ডিয়া।
১. অলিভ অয়েল
অলিভ অয়েল ময়শ্চারাইজারসমৃদ্ধ হওয়ার কারণে নখের ওপরের ছত্রাকগুলো গভীর থেকে নিরাময় করে। এর ব্যবহার নখকে আকর্ষণীয় করে তোলে। প্রতিদিন একটি ছোট বাটিতে অলিভ ওয়েল হালকা গরম করে আঙ্গুলগুলো সেই তেলে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এই কাজটি করার আগে নখগুলো অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ১৫ মিনিট পর তেল থেকে আঙ্গুল তুলে একটি পরিষ্কার তোয়ালে দিয়ে নখগুলো ভালোমতো মুছে নিন।
২. ছোট্ট একটি রসুন
অনেকেরই নখ ভেঙ্গে যাওয়ার প্রবণতা রয়েছে। এ ক্ষেত্রে রসুন খুব কার্যকরী ভূমিকা পালন করে। রসুন কেটে নখে ঘষতে পারেন। আবার এটির রস নখে লাগাতে পারেন। এতে নখ ভেঙ্গে যাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে অচিরেই।
৩. গোলাপ জল
অ্যান্টিসেপটিক সমৃদ্ধ, অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্যযুক্ত গোলাপ জল অস্বাস্থ্যকর নখের যত্নে আশ্চর্য উপকারী। এটি নখের অভ্যন্তরীণ অংশ পরিষ্কার করে এবং নখের ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে। আকর্ষণীয় নখ পেতে প্রতিদিন আঙ্গুলগুলো ভালোভাবে পরিষ্কার করে একটি ছোট কটন বলে গোলাপ জল নিয়ে প্রতিটি নখে লাগান।
৪. এক চা চামচ লেবুর রস
নখ বিবর্ণ দেখাচ্ছে? চিন্তা নেই। একটি ছোট বাটিতে এক চা চামচ বেকিং সোডা, এক চা চামচ লেবুর রস যোগ করুন, সঙ্গে অবশ্যই পানি মিশাতে ভুলবেন না। এই মিশ্রণটিতে ১০ মিনিটের জন্য নখগুলো ভিজিয়ে রাখুন। এর পর আলতো করে ব্রাশ দিয়ে স্ক্র্যাব করুন। সুন্দর নখ পেতে এই কাজটি প্রতিদিনই করতে পারেন।