সাতকাহন২৪.কম ডেস্ক
ফ্যাশন হাউজ কে ক্র্যাফট নিয়ে এসেছে ওয়ার্কওয়্যার বা অফিস উপযোগী পোশাকের নতুন কালেকশন। আমাদের দেশের পরিবেশ ও আবহাওয়া উপযোগী করে তৈরি করা হয়েছে পোশাকগুলো।
অফিস, মিটিং বা প্রেজেন্টেশনে গ্রহণযোগ্য লুক পেতে মানানসই পোশাক নির্বাচনে একটু সতর্ক হতে হয়। এ ছাড়া আবহাওয়া উপযোগী হতে হলে ভালো রুচিরও পরিচয় দিতে হয়। কে ক্র্যাফটের ফরমাল পোশাকে দিনভর আপনি থাকবেন রিলেক্সড। নিশ্চিতভাবে এটি আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে।
ছেলেদের জন্য রয়েছে ২৫ টিরও বেশি ডিজাইনের স্ট্রাইপ, চেক ও মার্জিত রঙের ফরমাল শার্ট। মেয়েদের জন্য একশটিরও বেশি ট্রেন্ডি কুর্তি, সালোয়ার কামিজ ও শাড়ি। এসব থেকে বেছে নিতে পারেন আপনার ওয়ার্ক প্লেসের জন্য উপযোগী পোশাক। সব বয়সের মেয়েরাই তাদের দৈনন্দিন অফিস বা বিশেষ ইভেন্টের জন্য উপযোগী পোশাক পাবেন এই নতুন কালেকশন থেকে।
২৯ বছরেরও বেশি সময় ধরে দেশীয় পোশাক শিল্পে নিয়োজিত থাকা কে ক্র্যাফট আরামদায়ক ও উৎকৃষ্ট মানের কাপড়ে ফরমাল পোশাক তৈরি করে যাচ্ছে। ফেব্রিক্স নির্বাচন, সু-নিপুণ দক্ষতা ও সর্বোচ্চ মান নিয়ন্ত্রণের সমন্বয়ে কে ক্র্যাফট পোশাক তৈরি করে আসছে।
আপনার পছন্দের ওয়ার্কওয়্যার কে ক্র্যাফটের সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ www.kaykraft.com থেকে অর্ডার করা যাবে।