সাতকাহন২৪.কম ডেস্ক
করোনার সংকট মোকাবিলা করে মানুষ এখন ফিরেছে রোজকার কর্মব্যস্ত জীবনে। অনেক চাকরীজীবীর আট থেকে নয় ঘণ্টার অফিস শুরু হয়ে গেছে পুরোদমে। তবে অফিসে গেলে বা বাইরে বের হলে যে বিষয়গুলোর প্রতি সচেতন থাকা জরুরি তা হলো টয়লেট ব্যবহার। এসব জায়গার টয়লেটগুলো সাধারণত অনেকে ব্যবহারের কারণে অস্বাস্থ্যকর হয়ে পড়ে। এ থেকে হতে পারে মূত্রতন্ত্রের সংক্রমণ, ত্বকের সমস্যাসহ বিভিন্ন জটিলতা। অফিসের টয়লেট ব্যবহারের কিছু নিয়ম জানিয়েছে হাফিংটনপোস্ট।
# কমোড ব্যবহারের আগে জীবাণুনাশক স্প্রে ছড়ান। এরপর ফ্লাস করে ব্যবহার করুন। এতে জীবাণু মরে যাবে।
# প্রাকৃতিক কাজ শেষের পর অবশ্যই হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করুন অথবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়ে নিন।
# ব্যাগ বা ব্যবহারের জিনিস টয়লেটের মেঝেতে না রেখে কোনো উঁচু স্থানে রাখুন।
# টয়লেটের কল, ফ্ল্যাস, দরজার হাতল ইত্যাদি ব্যবহার সময় টিস্যু ব্যবহার করুন। এতে সংক্রমণ এড়ানো যাবে।
# হাই কোমড ব্যবহার শেষে অবশ্যই টিস্যু দিয়ে মুছে দিন; অন্যদের ব্যবহারে স্বস্তি হবে।