Wednesday, December 11, 2024
spot_img
Homeজীবনের খুঁটিনাটিঅনলাইন মিটিংয়ে থাকুন পরিপাটি-প্রাণবন্ত

অনলাইন মিটিংয়ে থাকুন পরিপাটি-প্রাণবন্ত

– সুরাইয়া নাজনীন
সময়গুলো আগের মতো নেই। জীবন-রুটিনে ঢের তফাৎ। ঘড়ির কাঁটা গুণে বাস ধরার সেই তড়িঘড়ি কমেছে। ম্যাচিং ম্যাচিং চিন্তার সিলেবাস ছুটিতে। ঘরই এখন অফিস। ঘরে বসে সবই সামলাতে হচ্ছে। অনলাইন মিটিং এখন প্রতিদিনকার রুটিন। তবে প্রতিদিন কি এক সাজে উপস্থিত হওয়া যায়? না। তাতে থাকতে হয় কিছু পরিপাটি পরিবর্তন। অনলাইন মিটিং যেহেতু নিয়মিত হচ্ছে, সে জন্য ত্বকের যত্নটা খুব বেশি জরুরি বললেন রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা। ত্বকের যত্ন ও পরিপাটি সাজ নিয়ে তিনি কিছু পরামর্শ দিয়েছেন-
ত্বকের যত্ন :
১. প্রথম কথা ত্বককে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২. হারবাল প্যাক লাগানো যেতে পারে, সেটা ঘরেই আপনি তৈরি করে ফেলতে পারবেন।
৩. মধু, পাকা কলা, ময়দার মিশ্রণে তৈরি প্যাক খুব দ্রুত ত্বক সতেজ করে তোলে। মিটিংয়ে যোগ দেওয়ার আধঘণ্টা আগে এটা কিছুক্ষণ স্ক্রাবিং করে ধুয়ে ফেললে ত্বক চকচক করবে।
৪. আলু, টমেটো, শসা চলতে-ফিরতে ত্বকে লাগিয়ে নিন। দেখবেন সময় বাঁচবে, ত্বকও ঝলমলে হবে।
৫. ত্বক ভালো রাখতে পর্যাপ্ত ঘুম ভীষণ জরুরি।
৬. এখন বেশির ভাগ মানুষের ঘুমের অনিয়ম হচ্ছে। দেরিতে ঘুমের কারণে ঘুম থেকে ওঠার পর চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে। সারা দিন বাড়িতে থাকা, দুশ্চিন্তাসহ অনেক কিছুই এর কারণ। প্রচুর পানি পান করার পাশাপাশি ফলমূল খেতে হবে। এতে মন ও শরীর প্রাণবন্ত থাকবে।
৭. গ্রিন টি চোখের নিচে থাকা কালচে ভাব দূর করে।

সাজগোজ :
১. মিটিংয়ে হালকা মেকআপই ভালো লাগে। তবে ক্যামেরার ফোকাস এখানে বেশ গুরুত্ব বহন করে।
২. সাজের শুরুতে প্রাইমার লাগিয়ে নিন।
৩. এরপর হালকা বেজে ফাউন্ডেশন লাগিয়ে ফেস পাউডার লাগাতে হবে।
৪. ফেস পাউডার কেনার আগে অবশ্যই গায়ের রং মিলিয়ে নিতে হবে। না হলে সাজের স্নিগ্ধতা নষ্ট হয়ে যাবে।
৫. কোটিং করে ব্লাশন বুলিয়ে নিন।
৬. চিকন করে আইলাইনার লাগানো যেতে পারে। ড্রেস ম্যাচিং কাজল সাজকে মায়াবী করে তুলবে।
৭. হালকা করে লিপস্টিক লাগিয়ে নিন।
৮. চুল মিটিংয়ের এক-এক দিন এক-এক রকম সেটিং করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে অনলাইন মিটিংয়ে জবরজং একদমই ভালো লাগবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments